DA Update : কবে থেকে মিলবে বর্ধিত মাইনে? কতটা কমল কেন্দ্র-রাজ্য DA ফারাক? জানুন – west bengal government employees and central government employees da difference


বড়দিনের আগে রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে আলোড়ন পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-র ফারাক কতটা হল? এছাড়াও রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন, কবে এই বর্ধিত DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা?

কবে থেকে বর্ধিত DA পাবেন রাজ্যের সরকারি কর্মীরা?

বৃহস্পতিবার মঞ্চ থেকেই এই প্রশ্নের জবাব দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৬৬৫ টাকা দেওয়া হয়েছিল DA বাবদ। এরপর নতুন পে স্কেল অনুযায়ী, ৬ শতাংশ DA বাড়ানো হয়েছে ২০১৯ সাল থেকে চার বছরে ৪ হাজার ১৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। আরও ৪ শতাংশ DA বৃদ্ধি করা হবে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘১ জানুয়ারি থেকে এই DA পাবেন সরকারি কর্মীরা। আমাদের কাছে DAটা বাধ্যতামূলক নয়, এটা অপশন। কিন্তু, সরকারি কর্মীরা দিনরাত পরিশ্রম করেন। তাঁদের কথা ভেবে এই DA বাড়ানো হয়েছে। আর এর জন্য আমাদের খরচ হতে চলেছে ২ হাজার ৪০০ কোটি। আমাদের বহু প্রাপ্য টাকা পাইনি। তার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছি।’ অর্থাৎ নতুন বছর থেকেই এই বর্ধিত DA পাবেন সরকারি কর্মীরা, জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ জানুয়ারি মাসের ৩০ তারিখ এই বর্ধিত DA হাতে পাবেন সরকারি কর্মীরা।

ফারাক কত হল?

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এই নিয়ে আইনি লড়াইও চলছে। উল্লেখ্য, চলতি বছর দীপাবলির সময় কেন্দ্র সরকার DA ৪২ শতাংশ থেকে বাড়িয়ে ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল। অর্থাৎ চার শতাংশ বেড়ে যায়।

এদিকে ২০১৯ সাল থেকে ধাপে ধাপে ৩, ৩ এবং বর্তমানে ৪ শতাংশ DA বাড়াল রাজ্য। অর্থাৎ মোট ১০ শতাংশ DA বাড়ল। কিন্তু, তা সত্ত্বেও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে DA-র তফাত রয়েছে ৩৬ শতাংশ।

DA Latest News : ‘আবার ভিক্ষে দিয়েছেন…’, ৪% DA পেয়ে অখুশি সরকারি কর্মীরা!
ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রেক্ষিতে সুর চড়াতে শুরু করেছে। সরকারি কর্মচারি পরিষদ, ইউনিটি ফোরামের মতো সংগঠনরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণা ‘ভিক্ষা’ বলে দাবি করেছেন। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে DA মামলা চলছে এবং তা থেকে পিছিয়ে আসা সম্ভব নয় বলেও জানাচ্ছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *