কী বললেন ববি?
বৃহস্পতিবার আগুনে পুড়ে যাওয়া ডুমুরজলার বস্তি পরিদর্শনে গিয়েছিলেন ফিরহাদ। সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ফিরহাদ বলেন, ‘কোভিড নিয়ে এখনও অবধি আমাদের এখানে কোনও অসুবিধা নেই। নতুন কোনও ভ্যারিয়েন্ট এলে মানুষের মধ্যে উদ্বেগ থাকে। করোনা চলে যায়নি। কিন্তু আমাদের মধ্যে করোনা প্রতিরোধ করার পাওয়ারটা চলে এসেছে। আমি যেটা শুনলাম, নতুন ভ্যারিয়েন্ট ততটা ভয়ংকর না। এটাকে নিয়ে চিন্তা করার কিছু নেই।’
ফিরহাদ আরও বলেন, ‘আমি কোনও বিশেষজ্ঞ নই। বিজ্ঞানের ছাত্রও নই। কিন্তু এত বছর ধরে মানুষের কাজ করার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আর একটা টিকা দেওয়া হলে মানুষ হয়তো নিরাপদ থাকতেন। তবে আবার বলছি, এটা নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো কোনও কিছু নেই।’
কোভিড নিয়ে উদ্বেগ
করোনা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত্যু হয়েছে ১৬ জনের। ইতিমধ্যেই দেশের সব রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডভাইজারি পাঠানো হয়েছে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলে জানিয়েছে নীতি আয়োগ। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, সেই বৈঠকে আরটিপিসিআর টেস্টের উপর বাড়তি জোর দিতে বলা হয়েছে।
অন্যদিকে কেরলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে উদ্বেগ। কেরলেই প্রথম জেএন.১ ভ্যারিয়েন্টে আক্রান্ত করোনা রোগীর হদিশ মেলে। সে রাজ্যের প্রশাসনের পাশাপাশি কেরলের কোভিড সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারেও। সামনেই উৎসবের মরসুম। বড়দিনের কারণে কেরলে রাস্তায় মানুষের সমাগম হবে। সেই কারণে সংক্রমণ আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, কেরলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সতর্ক পার্শ্ববর্তী রাজ্য কর্নাটকও। সেরাজ্যের স্বাস্থ্য দফতর বৃদ্ধ ও কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জনসমক্ষে মাস্ক পরার পরামর্শ দিয়েছে।