Income Tax Raid : ২৪ ঘণ্টা পার, এখনও চলছে আয়কর তল্লাশি! হাওড়ার পেপার মিল ঘিরে রহস্য – income tax department officials searching howrah bagnan tissue paper mill


একাধিক দুর্নীতি মামলায় সিবিআই ও ইডির তৎপরতা দেখেছে রাজ্য। এবার আরও কেন্দ্রীয় সংস্থা ক্রমেই তৎপরতা বাড়াচ্ছে। বেশ কয়েকদিন ধরে রাজ্যে সক্রিয় আয়কর দফতর। রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ী, একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন আয়কর আধিকারিকরা। বুধবার ভোরে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। একইসঙ্গে রাজ্যে আরও কয়েকটি জায়গায় চলে অভিযান। বুধবার ভোর দুপুর থেকে হাওড়ার এক মিলে চলছে আয়কর অভিযান।

হাওড়া টিস্যু পেপার মিলে অভিযান

হাওড়ার একটি টিস্যু পেপার মিলে বুধবার হানা দেয় আয়কর দফতর। বাগনানের কৃষ্ণ টিস্যুস প্রাইভেট লিমিটেড নামে ওই পেপার মিলে পৌঁছন আয়কর আধিকারিকরা। ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও সেই পেপার মিলে চলছে তল্লাশি অভিযান। মিলের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের আধিকারিকরা। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মিলের ভিতর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও দেখা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এর আগে একাধিকবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা এই টিস্যু পেপার মিলে এসেছেন। কিন্তু এখানে আয়কর অভিযান এই প্রথম বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে কেন সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তা এখনও জানা যায়নি। মিলের গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কী কারণে তল্লাশি অভিযান চলছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন না। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ বুধবার দুপুর ১ টা নাগাদ ৬-৭টি গাড়িতে করে আয়কর দপ্তরের আধিকারিকরা এই পেপার মিলে এসে উপস্থিত হন। তাঁদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিলেন। মিলের গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করে আধিকারিকরা ভিতরে চলে যান। তবে কেন তল্লাশি তা আমরা জানি না।

বিধায়কের বাড়িতে তল্লাশি

অন্যদিকে বুধবার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা। ভোরবেলা ন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিধায়কের ধুলিয়ানের বাড়িতে হাজির হন তাঁরা। একই সঙ্গে বাড়ি সংলগ্ন বিধায়কের বিড়ি ফ্যাক্টরি, তাঁর তৈরি হাসপাতাল ও স্কুলেও চলে আয়কর অভিযান। বিকেল অবধি চলে অভিযান। বিধায়কের হিসাব রক্ষকদেরও ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বিধায়কের বাড়ি থেকে নগদ ৭০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অন্যদিকে আয়কর অভিযান শেষ হতেই অসুস্থ হয়ে পড়েন সাগরদিঘির বিধায়ক। তিনি এখন হাসপাতালে ভর্তি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *