Kolkata Traffic Update : বৃহস্পতির শহরে মিছিল-মিটিং! কোন পথ যানজটমুক্ত, জানাল পুলিশ – kolkata traffic update for today 21 december kolkata police shares info of several meeting and procession


কলকাতার তাপমাত্রার পারদ নিম্নমুখী। শুক্রবার থেকে খানিক বাড়তে পারে তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। মিঠে রোদ গায়ে মেখে অফিস বা কর্মস্থলে যেতে ভাল লাগলেও ট্রাফিক জ্যাম সমস্যার কারণ হতে পারে। এই অবস্থায় কোন রাস্তা ধরলে দ্রুত অফিস বা কর্মস্থলে পৌঁছনো সম্ভব হবে? কোন রাস্তায় রয়েছে মিছিল-মিটিং বা সমাবেশ? জানাল কলকাতা ট্রাফিক পুলিশ।

শহরের যান চলাচলের গতিপ্রকৃতি

কলকাতা পুলিশের লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে শহর কলকাতা যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনা বা যানজটের খবর নেই। বিমানবন্দরগামী রাস্তা ইএম বাইপাস ও ভিআইপি রোডেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য রাতে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এখন সেখানেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মিটিং মিছিল কোথায়?

শহর কলকাতায় বৃহস্পতিবার কোনও বড় ধরনের মিছিল-মিটিং বা সভা সমাবেশ নেই। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে এদিন বেলা ১২টা হাজরা মোড় ক্রসিংয়ে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি রয়েছে। অন্যদিকে মধ্য কলকাতায় রয়েছে একটি ছোট মিছিল। আরএসএম স্কোয়ার থেকে থেকে শুরু হয়ে নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এসএন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হবে। মিছিলে ৩০০ থেকে ৩৫০ লোকের জমায়েত হবে বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের পরামর্শ

শহরবাসী ও গাড়িচালকদের জন্য একাধিক পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। রাস্তায় চলাচলের সময় প্রয়োজন ছাড়া পথচারীদের মোবাইল ফোন ব্যবহারের বিরত থাকা পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং মেনে পার হওয়ার আবেদন করা হয়েছে।

গাড়িচালকদেরও একাধিক পরামর্শ দিয়েছে পুলিশ। গাড়িচালকদের সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। চারচাকা গাড়ির চালকদের ক্ষেত্রে সিটবেল্ট পরা বাধ্যতামূলক। অন্যদিকে বাইক চালকদের হেলমেট পরে বাইক চালনোর পরামর্শ দেওয়া হয়েছে। ট্রাফিক আইন ও বিধি না মানলে আইনত কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়ছে কলকাতা পুলিশ।

উল্লেখ্য, ইএম বাইপাসের উপর একটি ফ্লাইওভার তৈরি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছিল। তৈরি করা হয় ডিপিআরও। আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এই ফ্লাইওভার তৈরির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। মেট্রোপলিটন ক্রসিং থেকে মহিষবাথান অবধি বিস্তৃত থাকবে এই ফ্লাইওভার। দৈর্ঘ্য হবে ছয় কিলোমিটার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *