Serampore Police Station : ‘ভারত সেরা’ রাজ্যের থানা, পুরস্কার দেবেন অমিত শাহ! ডিএ-র পর আরও এক ‘সুখবর’ দিলেন মমতা – mamata banerjee says serampore police station selected as best police stations in india


বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের আগে সেখান থেকে রাজ্যের সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২৪-এর জানুয়ারি মাস থেকে সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেন মমতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের এক থানা ‘ভারত সেরা’ তকমা আদায় করেছে।

দেশের সেরা শ্রীরামপুর থানা

দেশের তিন সেরা থানার মধ্যে স্থান পেল হুগলির শ্রীরামপুর। বৃহস্পতিবার ‘ক্রিসমাস কার্নিভ্যাল’-র উদ্বোধনী মঞ্চ থেকে একথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার একইসঙ্গে এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে বাংলার থানার সেরার শিরোপা জয়ের ‘সুখবর’ ভাগ করে নিয়ে অভিনন্দন জানিয়েছেন মমতা।

ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘গর্বের সঙ্গে জানাচ্ছি, ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক দেশের তিন সেরা থানার অন্যতম হিসেবে হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন শ্রীরামপুর থানাকে বেছে নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৫ জানুয়ারি ২০২৪-এ ব্যক্তিগত ভাবে থানার আধিকারিকদের হাতে সেরার ট্রফি তুলে দেবে। জাতীয় স্তরে রাজ্যেকে এই খেতাব পাওয়ানো জন্য পশ্চিমবঙ্গ পুলিশ ও পুলিশ কর্মীদের অভিনন্দন। জয় বাংলা।’

শ্রীরামপুরে খুশির হাওয়া

স্থানীয় থানা দেশের অন্যতম সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় খুশির হওয়া শ্রীরামপুরে। এই খেতাব জয়ের খবর সামনে আসতেই উচ্ছ্বসিত শ্রীরামপুরবাসী। স্থানীয় থানাকে তাঁরা ধন্যবাদ জানিয়ছেন। স্বাভাবিকভাবেই খুশি চন্দননগর পুলিশ কমিশনারেটে আধিকারিকরাও। এ প্রসঙ্গে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘বেশ কিছুদিন আগেই এই সমীক্ষা করা হয়েছিল সংস্থার তরফে। তাদের সমীক্ষায় বেশ কয়েকটি নিয়মের কথাও বলা হয়েছিল। তার মধ্যে জনগণকে পরিষেবা দেওয়া, মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক, থানা চত্বরের পরিচ্ছন্নতা এবং কতটা উন্নত পরিষেবার মাধ্যমে জনগণের কাছাকাছি পৌঁছে যেতে পেরেছে পুলিশ, তা বিবেচনা করা হয়। দেশের তিনটি সেরা থানার মধ্যে রাজ্য থেকে একমাত্র শ্রীরামপুর থানা স্থান পাওয়ায় খুশি চন্দননগর পুলিশ। শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাসসহ অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ।’

শ্রীরামপুর থানার আইসি দিব্যেন্দু দাস বলেন, ‘খুবই ভাল লাগছে। ৫ জানুয়ারি ২০২৪-এ জয়পুরে এই স্বীকৃতি নিতে যাব। সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল এসেছিল। আদর্শ থানার স্বীকৃতি পেতে যে যে মাপকাঠিতে বিচার হয়েছিল, তা আমরা পূরণ করতে পেরেছি। শ্রীরামপুরের মতো মফঃস্বল শহরের হেরিটেজ মূল্য প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *