Toll Tax : নতুন বছরেই টাকি রোডে দিতে হবে টোল – toll plaza is being constructed on taki road near beliaghata in barasat 2 block


আশিস নন্দী, বারাসত

এত বছর টাকি রোড ধরে যাওয়ার সময় কোনও গাড়িকেই দিতে হতো না টোল ট্যাক্স। নতুন বছর থেকে রাজ্য সরকারের নীতি অনুযায়ী ছোট-বড় প্রতিটি গাড়িকেই দিতে হবে ট্যাক্স। সেই লক্ষ্যেই বারাসত-২ ব্লকের বেলিয়াঘাটার কাছে টাকি রোডের উপরেই তৈরি হচ্ছে টোল প্লাজা। ১ কোটি ৮০ লাখ টাকা খরচ করে টাকি রোডের টোল প্লাজাটি তৈরি করছে পূর্ত দফতরের বারাসত-১ ডিভিশন।

ইতিমধ্যেই টোল প্লাজার কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। আগামী বছরেই পুরোদমে টোল প্লাজার কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় এই ধরনের দু’টি টোল প্লাজা তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে পূর্ত দফতর সূত্রে। কয়েক বছর আগেও টাকি রোড ছিল একেবারেই অপ্রশস্ত। রাস্তার অবস্থাও ছিল বেহাল।

অথচ এই টাকি রোডই বসিরহাট মহকুমার সঙ্গে যোগাযোগের অন্যতম লাইফ লাইন। টাকি রোড ধরে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে যাওয়ার সুবিধাও রয়েছে। দু’দেশের আমদানি, রপ্তানি বাণিজ্যের জন্য বহু পণ্যবাহী ট্রাককে এই টাকি রোডের উপরেই ভরসা করতে হয়। একদিকে অপ্রশস্ত, অন্যদিকে বেহাল দশার কারণেই টাকি রোড ধরে চলাচলের ক্ষেত্রে নাভিশ্বাস উঠত গাড়ির চালক থেকে সাধারণ যাত্রীদের।

কিন্তু, বর্তমানে সেই টাকি রোডের ভোলবদল ঘটেছে। সম্প্রসারিত হয়েছে রাস্তা। সংস্কারও করা হয়েছে। ঝাঁ চকচকে মসৃণ টাকি রোড ধরে এখন অতি দ্রুত চলে আসা যায় দেগঙ্গা, বেড়াচাঁপা হাড়োয়া-সহ বসিরহাটে। এ বার এই ধরনের রাজ্য সড়কেও টোল প্লাজা তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাস্তা সংস্কার এবং রক্ষণাবেক্ষণের খরচের ব্যবস্থা করতেই টোল প্লাজা তৈরি করা হচ্ছে।

রাজ্য সরকারের সিদ্ধান্তে উত্তর ২৪ পরগনা জেলায় দুটো টোল প্লাজা তৈরি করছে পূর্ত দফতর। তার একটি তৈরি হচ্ছে ঘোজাডাঙায়। অন্যটি তৈরি হচ্ছে বারাসত-২ ব্লকের বেলিয়াঘাটার কাছে টাকি রোডে। তৃতীয় টোল প্লাজাটি তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী হাইওয়েতে।

আপাতত টাকি রোডের উপর টোল প্লাজা তৈরির কাজ প্রায় শেষের দিকে। দু’চাকা, চারচাকা গাড়ির পাশাপাশি বাস এবং পণ্যবাহী ট্রাকের জন্য আলাদা ওয়ে করা হয়েছে। টোল প্লাজা পুরোদমে তৈরি হওয়ার পর থেকেই টাকি রোড ধরে যাওয়া সমস্ত গাড়িকে ট্যাক্স দিতে হবে। কিন্তু কোন গাড়ি পিছু কত টোল ট্যাক্স সরকারকে দিতে হবে, তার চূড়ান্ত রূপরেখা এখনও তৈরি হয়নি।

BT Road Kolkata : বড়দিনের পরেই বিটি রোড সম্প্রসারণ, খরচ ৭৫ কোটি
তবে ইংরাজি নতুন বছর থেকেই টাকি রোডের টোল প্লাজা কাজ শুরু করবে বলেই জানা গেছে সরকারি সূত্রে। এই প্রসঙ্গে পূর্ত দফতরের বারাসত ডিভিশন-১ এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রতাপ পুরকায়েত বলেন, ‘টাকি রোডের উপরে টোল প্লাজাটি তৈরি করছে পূর্ত দফতর। এর জন্য খরচ হচ্ছে ১ কোটি ৮০ লাখ টাকা।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *