মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আচমকাই বিক্ষোভ চাকরিপ্রার্থীদের, পরিস্থিতি মোকাবিলায় তৎপর পুলিশ – upper primary job seekers agitation near chief minister mamata banerjee house at kalighat


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে প্রতিবাদ দেখালেন কিছু সরকারি চাকরি প্রার্থীরা। শুক্রবার সকালে হঠাৎ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সমানে পৌঁছে যান কিছু চাকরি প্রার্থী। সেখানেই প্রতিবাদ দেখাতে শুরু করেন তাঁরা। পরে পুলিশ আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার হাজরা মোড়ে সরকারি চাকরি প্রার্থীদের একটি আন্দোলন চলছে। সেখান থেকে কিছু মহিলা সরকারি চাকরি প্রার্থী হঠাৎ করেই কালীঘাটের দিকে অগ্রসর হন। পুরো বিষয়টি নিয়ে হতচকিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশে কর্তব্যরত পুলিশ কর্মীরা। কয়েকজন মহিলা চাকরি প্রার্থী বাড়ির কাছাকাছি চলে যাওয়ায় বিশৃঙ্খলা তৈরি হয়।

পুলিশ সঙ্গে সঙ্গে আন্দোলনকারীদের আটকে দেয়। তাঁদেরকে সেখান থেকে সঙ্গে সঙ্গে প্রিজন ভ্যানে তোলা হয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি সামাল দেয় কর্তব্যরত পুলিশ কর্মীরা। তবে এই ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার চাকরি প্রার্থীরা কালীঘাটে গিয়ে বিক্ষোভ দেখান। গত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে একইভাবে বিক্ষোভ দেখিয়েছিলেন কিছু চাকরি প্রার্থীরা। সেদিন শহরে গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিল ছিল। সেদিনকেও কিছু চাকরি প্রার্থী আচমকা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে হাজির হন। আচমকা পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়ে যাওয়ায় মুশিকলে পড়তে হয়। পরে আন্দোলনকারীদের আটক করে পুলিশ।

Justice Abhijit Gangopadhyay News : কী ভাবে সমস্যার সমাধান? চাকরিপ্রার্থীদের পথ দেখালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
অন্যদিকে, আজকেই ফের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসছে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। গত ১১ ডিসেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। ধর্মতলায় ধরনার হাজার দিন পেরোনোর পরেই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যাপারে সময় নির্ধারণ করা হয়।

এর আগেও একপ্রস্থ বৈঠক হয়। সেদিনকেই ঠিক হয় ফের ২২ ডিসেম্বর বৈঠকে বসবে। সেই কারণে আজ, শুক্রবার বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী এবং এসএলএসটি চাকরি প্রার্থীরা। মূলত, শূন্যপদের বিন্যাস ঘটিয়ে চাকরি প্রার্থীদের নিয়োগের ব্যাপারে আবেদন জানিয়েছেন প্রার্থীরা। এর মাঝে বিষয়টি নিয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে। সমস্ত আইনি জটিলতা কাটিয়ে ৫,৫৭৮ জনকে নিয়োগ দেওয়ার বিষয় নিয়েও বিপত্তি তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর এই সংক্রান্ত মামলা ছিল সুপ্রিম কোর্টে। চাকরিপ্রার্থীদের একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *