DA Protest : সাতসকালে DA-র দাবিতে ‘নবান্নের দোরগোড়ায়’ সরকারি কর্মীদের একাংশ – sangrami joutha mancha move to nabanna bus stand in demand of da in central government scale


বড়দিনের আগেই বিরাট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীদের DA তিনি চার শতাংশ বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। কিন্তু, এই ঘোষণার পর সন্তুষ্ট নন DA আন্দোলনকারীরা।

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। শুক্রবার সাত সকালে নবান্ন থেকে ঢিল ছোঁড়া দূরত্ব অর্থাৎ নবান্ন বাসস্ট্যান্ডে হাজির হন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। ২৪ তারিখ পর্যন্ত সেখানে তাঁদের ধরনা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবারই বিচারপতি রাজাশেখর মান্থার এই কর্মসূচির জন্য অনুমতি দিয়েছিলেন।

যদিও সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। এদিকে শুক্রবার সাতসকালেই নবান্ন বাসস্ট্যান্ডে হাজির হন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা। তাঁদের অভিযোগ, পুলিশ সহযোগিতা করেনি। বরং তাদের বলা হয়েছে, ‘রাজ্য ডিভিশন বেঞ্চে গিয়েছে। সেই নির্দেশ সামনে আসুক। তারপরেই পরবর্তী পদক্ষেপ করত’, এমনই দাবি করেছেন আন্দোলনকারীরা।

নবান্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীর কেউ কেউ প্ল্যাকার্ড হাতে বসে পড়েন। উল্লেখ্য, বৃহস্পতিবারই নবান্ন বাসস্ট্যান্ডে শর্ত সাপেক্ষে ধরনা দেওয়ার অনুমতি পায় সংগ্রামী যৌথ মঞ্চ। তবে ৩০০ জনের বেশি সেখানে উপস্থিত থাকতে পারবেন না। ২২, ২৩ এবং ২৪ এই তিন দিন ধরনা দিতে পারবেন তাঁরা। এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থার।

যদিও বৃহস্পতিবার বিকেলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও চার শতাংশ DA-র কথা ঘোষণা করেন। তবে তাতে যে চিড়ে ভেজেনি, তা অনেকাংশেই স্পষ্ট। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। এর আগে ২০১৯ সালে তিন শতাংশ, চলতি বছরের বাজেট অধিবেশনে আরও তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়। বৃহস্পতিবারের ঘোষণার এর রাজ্য এবং কেন্দ্র সরকারি কর্মীদের DA-র তফাত দাঁড়িয়েছে ৩৬ শতাংশ।

Sangrami Joutha Mancha : নবান্ন বাসস্ট্যান্ডে DA আন্দোলনকারীদের ধরনা! শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট
ইতিমধ্যেই, ইউনিটি ফোরাম, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারি পরিষদের মতো রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলি জানিয়ে দিয়েছে যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন এবং আইনি লড়াইও চলবে। আপাতত DA মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান ১ জানুয়ারি থেকে এই বর্ধিত DA পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ ৩০ জানুয়ারি তাঁরা যে বেতন পাবেন তার সঙ্গে এই অতিরিক্ত DA পাবেন। অবসরপ্রাপ্ত কর্মীরা এবং সমস্ত সরকারি কর্মীরা সরকারের এই ঘোষণার প্রেক্ষিতে নির্দিষ্ট সুবিধা পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *