Digha News : দূষণ নিয়ন্ত্রণে নয়া ভাবনা! পর্যটকের কাছে আসবে বর্জ্য সংগ্রাহক গাড়ি, নতুন চমক দিঘায় – digha sankarpur development authority will arrange some waste bin car at sea beach for cleanliness


দিঘায় বেড়াতে গিয়ে উন্মত্ত পর্যটকরা সমুদ্র সৈকতের উপরেই যত্রতত্র ফেলছেন প্লাস্টিক, খাবারের প্যাকেট, পানীয়ের বোতল। পর্যটকদের একাংশের খামখেয়ালিপনার জন্য দূষিত হচ্ছে সৈকত। দূষণের গ্রাস থেকে সমুদ্রকে বাঁচাতে এবার উদ্যোগ নিচ্ছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। নির্দিষ্ট ওয়েস্টবিনের কাছে গিয়ে পর্যটকরা সেগুলি না ফেলায় এবার ওয়েস্টবিন মেশিন নিয়ে পর্যটকদের সামনে হাজির হওয়ার ব্যবস্থা হচ্ছে।

কী উদ্যোগ নেওয়া হচ্ছে?

দিঘাকে ‘দূষণ মুক্ত’ করতে আরও একধাপ এগল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সৈকতের উপরেই ভ্রাম্যমাণ বজ্রগাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যটকদের কাছে গিয়ে প্লাস্টিকের জিনিস, বোতল, বজ্র সংগ্রহের জন্য পাঠানো হবে ওই ভ্রাম্যমাণ মেশিন। পর্যটকদের কাছে গিয়ে সেগুলি সংগ্রহ করে আনবেন নিযুক্ত কর্মীরা।

কী ব্যবস্থা হচ্ছে?

জানা গিয়েছে, সারাদিন দিঘা সৈকতে মোট ছয়-সাতটি গাড়ি ভ্রাম্যমাণ থাকবে। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নিয়োজিত কর্মীরা সেই মেশিন বা গাড়ি নিয়ে পর্যটকদের কাছে যাবেন। তাঁদের সঙ্গে একটি বাঁশি থাকবে। বাঁশি বাজিয়ে পর্যকদের কাছেই হাজির হবেন তাঁরা। পর্যটকদের কাছ থেকে বজ্র নিয়ে তাঁরা আবার অন্যত্র যাবেন। সারাদিন সৈকতের ধারে ঘুরবেন তাঁরা।

পর্যটকদের কী নির্দেশ?

এই ধরনের ভ্রাম্যমাণ গাড়ি বা মেশিনের ব্যবস্থা করার আগে দিঘা সৈকত জুড়ে প্রথমে প্রচার চালানো হবে। প্রয়োজনে মাইকিং করা হবে। পর্যটকদের জানানো হবে, তাঁদের নিজেদের কাছে প্লাস্টিকের জিনিস, বোতল, খাবারের প্যাকেট রেখে দেওয়ার জন্য। যত্রতত্র সেগুলি না ফেলার জন্য। কিছুক্ষণের মধ্যেই তাঁদের কাছে গিয়ে ভ্রাম্যমাণ ওই গাড়ি সমস্ত খাবারের প্যাকেট, বোতল সংগ্রহ করে নিয়ে আসবে।
দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের তরফে জানান হয়েছে, যে বজ্রগুলি একত্রিত করা হবে। এরপর সেগুলিকে নির্দিষ্ট জায়গায় জমা করা হবে। এরপর সেগুলির মধ্যে থেকে যেগুলি একেবারে অযোগ্য পুড়িয়ে ফেলা হবে। বাকি প্লাস্টিক বোতল, প্যাকেট ক্র্যাশার মেশিনে ক্র্যাশ করার পর রিসাইকেল করার ব্যবস্থা করা হবে। পর্ষদ জানিয়েছে, যতদিন যাচ্ছে, দিঘা সৈকতে পর্যটকদের আগমন বাড়ছে। স্বাভাবিক ভাবেই, দিঘাকে আরও সুন্দর করে তুলতে আরও একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হল সৈকত সুন্দর, পরিষ্কার এবং আবর্জনাহীন রাখার ব্যবস্থা।

Digha : দিঘায় এবার মিলবে ডাইনোসর দর্শন, সাজিয়ে তোলা হচ্ছে ‘জুরাসিক পার্ক’
জেলাশাসক তানবীর আফজল জানিয়েছেন, এই বজ্র সংগ্রাহক মেশিন আনার ব্যাপারে একটি পরিকল্পনা করা হয়েছে। কয়েকমাসের মধ্যেই এটি আনার ব্যবস্থা হচ্ছে। আমাদের লক্ষ্য, দিঘা সমুদ্র সৈকতকে যতটা সম্ভব দূষণমুক্ত রাখা। সেই কারণেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *