Justice Abhijit Ganguly Latest News: ‘বিচারপতি সিনহার স্বামীকে হেনস্থার অভিযোগ শুনছি, কেন?’ প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly comments as cid summon justice amrita sinha husband


কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কিছুদিন আগেই তলব করেছিল CID। এবার এই নিয়ে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার আলিপুরদুয়ারের একটি সমবায় দুর্নীতি মামলার শুনানির সময় এই বিষয়ে তিনি নতুন নিযুক্ত হওয়া অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে বলেন, ‘…একটি অন্য মামলায় বিচারপতি সিনহার স্বামীকে CID প্রায়ই ডেকে পাঠাচ্ছে। কেন?’

ঠিক কী বলেছেন বিচারপতি?
তিনি বলেন, ‘আলিপুর দুয়ারের এই তদন্তে ফেল করেছে CID। অনেককে ডাকেনি যাদের ডাকা উচিত ছিল। কিন্তু, এই দিকে বিচারপতি সিনহার স্বামীকে লাগাতার ডেকে হেনস্থার অভিযোগ শুনছি। কেন? সুপ্রিম কোর্টের অর্ডারে আরও নির্দেশ থাকে। সব নির্দেশ কি পালন করে CID? যাক, এই নিয়ে আর কিছু এখানে বলছি না। বহু কঠিন অবস্থা থেকে আপনি রাজ্যে কে বাঁচিয়েছেন, দেখুন এমন বিব্রত অবস্থা থেকে বাঁচাতে পারেন কিনা।’

সমবায় দুর্নীতি প্রসঙ্গে CID তদন্তের প্রেক্ষিতে অসন্তোষ প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, সম্পত্তি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী তথা আইনজীবী প্রতাপচন্দ্র দে-কে তলব করেছিল রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। মাঝে একদিন তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এই জেরার পর প্রতাপচন্দ্র দাবি করেন, বয়ানে তাঁর বিচারপতি স্ত্রীর নাম লেখানোর জন্য চাপ দেওয়া হয়। তাঁকে গাড়ি-বাড়ির টোপ দেওয়া হয়, এমনটাই দাবি করেন তিনি।

সুপ্রিম কোর্টের অর্ডারে আরও নির্দেশ থাকে। সব নির্দেশ কি পালন করে CID?

বিচারপতি গঙ্গোপাধ্যায়

তদন্তের স্বার্থে তাঁকে মোবাইল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি। সম্প্রতি CID-র বিরুদ্ধে ‘মানসিক নিগ্রহ’-এর অভিযোগ তুলে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি লেখেন।

প্রতাপের এই যাবতীয় অভিযোগের পালটা সরব হয়েছে CID। একটি বিবৃতিতে এই যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের গোয়েন্দা সংস্থা। নিয়ম মেনে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ার ভিডিয়ো রেকর্ডিং করা হয় বলেও জানানো হয়।

‘বদনামের চেষ্টা…সব রেকর্ডিং রয়েছে’, বিচারপতি সিনহার স্বামীর অভিযোগ নিয়ে পালটা CID
পাশাপাশি CID-র তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়, ‘এই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। এই সমস্ত অভিযোগ সামনে রেখে তদন্তকারী সংস্থাকে বদনাম করা এবং তদন্তের গতি প্রকৃতিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।’ CID-র তরফে আরও দাবি করা হয়, ‘সুপ্রিম কোর্টের নির্দেশেই তদন্ত হচ্ছে। বাণী রায় চৌধুরী নামক মহিলা রিট পিটিশন দিয়ে প্রতাপের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। বিচারপতির স্বামী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে প্রতাপের বিরুদ্ধে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *