Manas Bhunia Targets DA Protester After Mamata Banerjee Announcement


DA News West Bengal: বৃহস্পতিবারই রাজ্যের সরকারি কর্মচারিদের জন্য আরও ৪ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারিদের সংগঠন পশ্চিমবঙ্গ কর্মচারি ফেডারেশনের তরফে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে তাঁকে আর্জি জানানো হয়েছিল, বৃহস্পতিবার মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি ফেডারেশন। কিন্তু, শুক্রবার সকাল থেকেই নবান্ন বাসস্ট্যান্ডে বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা। পাশাপাশি সরকারি কর্মচারি পরিষদ, ইউনিটি ফোরামের মতো সংগঠনের তরফে স্পষ্ট বার্তা, কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আইনি লড়াই চলবে।

এবার এর পালটা সরব হলেন পশ্চিমবঙ্গ কর্মচারি ফেডারেশনের চেয়ারম্যান তথা রাজ্যর মন্ত্রী মানস ভ্যুঁইয়া। তিনি দাবি করেন, DA ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। পাশাপাশি বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ দেগে মানসের মন্তব্য, ‘আমাদের কাছে তো আর নোট ছাপার মেশিন নেই!’

আমাদের নোট ছাপানোর কারখানা নেই

মানস ভ্যুঁইয়া

ঠিক কী বলেছেন মানস ভ্যুঁইয়া?
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বিক্ষোভকারী সংগঠনগুলির অবস্থান প্রসঙ্গে মানস ভ্যুঁইয়া বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসমা। তিনি সহানুভূতির সঙ্গে বিষয়টি দেখছেন। আমাদের উচিত তাঁকে সাহায্য করা, সরকারকে সাহায্য করা। সরকারের পাশে দাঁড়ানো।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র তালগাছ। আর আমরা একটা মাঝারি গাছ। রাজ্য সাধ্যমতো করছে। কেন্দ্রের কাছে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছে। ইচ্ছে হলেই নোট ছাপিয়ে ফেলে। আমাদের নোট ছাপানোর কারখানা নেই!’

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘কর্মীদের প্রতি সংবেদনশীল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কর্মীদের জন্য কাজ করতে মুখিয়ে থাকেন। এবার যৌথ মঞ্চের সংগ্রামী নেতৃত্ব সরকারি ব্যবস্থাপনার কাজে দাঁড়াবেন এবং কেন্দ্র যে ১ লাখ ১৫ হাজার কোটি টাকার বঞ্চনা করে রেখেছে সেই অর্থ আদায়ের জন্য যাতে দিল্লিতে গিয়ে তাঁবু টাঙিয়ে টাকাটা দাবি করেন আমরা খুশি হব।’

DA Protest : সাতসকালে DA-র দাবিতে ‘নবান্নের দোরগোড়ায়’ সরকারি কর্মীদের একাংশ
মুখ্যমন্ত্রীর পাশে ফেডারেশন রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সহানুভূতিশীল বলেই মন্তব্য করেছেন মানস। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চার শতাংশ DA ঘোষণার পর কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মীদের DA-এর ব্যবধান দাঁড়াল ৩৬ শতাংশ।

DA Latest News : ‘নবান্ন চলো’র ভয়েই ৪ শতাংশ ডিএ ‘ভিক্ষার দান’

রাজ্য সরকারি কর্মচারি পরিষদের পক্ষ থেকে দেবাশিস শীল বলেন, ‘এটা ভিক্ষে দেওয়ার মতো। ব্যবধান এখনও ৩৬ শতাংশ। আমরা সুপ্রিম কোর্টে আইনি লড়াই লড়ছি এবং লড়ব।’ এখন দেখার DA মামলার প্রেক্ষিতে ঠিক কী নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *