Prashant Kishor : এখনও ভবানীপুরের ভোটার প্রাক্তন I-PAC প্রধান প্রশান্ত কিশোর, জোর চর্চা – prashant kishor name in voter list at west bengal creates buzz before lok sabha election 2024


গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘রাজনৈতিক পরামর্শদাতা’ ছিলেন প্রশান্ত কিশোর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাঁর ‘আই প্যাক’ কোম্পানির কৌশলে অনেকটাই সুবিধা পায় তৃণমূল কংগ্রেস। বড় জয় পায় শাসক দল। সেই সময় প্রশান্ত কিশোরের নাম দেখা গিয়েছিল ভবানীপুরের ভোটার তালিকায়। যা রয়ে গিয়েছে এখনও।

কী জানা যাচ্ছে?

২০২১ সালে বিধানসভা ভোটের সময় ভবানীপুর কেন্দ্রে ভোটার তালিকায় তাঁর নাম দেখতে পাওয়া গিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় রাজ্যে। পরে তিনি নিজেই জানান, ভোটার কেন্দ্রে নাম তুলেছিলেন তিনি। এমনকি, তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি কি নির্বাচনে লড়াই করতে চলছেন, সেই আলোচনা শুরু হয়েছিল বঙ্গ রাজনীতিতে। তবে প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তাঁর নাম এখনও রয়ে গিয়েছে ভবানীপুর বিধানসভা এলাকার ভোটার তালিকায়। যা নিয়ে গুঞ্জন রয়েছে এখনও।

কোন এলাকার ভোটার?

দৈনিক সংবাদপত্র বর্তমান-এর খবর অনুযায়ী, ভবানীপুর কেন্দ্রে ২২২ নম্বর পার্টে নাম রয়েছে প্রশান্ত কিশোরের। ওই তালিকা অনুযায়ী ভোটদান কেন্দ্র সেন্ট হেলেন স্কুল। ২১বি রাণি শঙ্করি লেনের ওই ভোট কেন্দ্রে যদিও আজও পর্যন্ত দেখা যায়নি প্রশান্ত কিশোরকে ভোটদান করতে। এমনকি, বিধানসভা ভোটে তিনি না দাঁড়ালেও পরবর্তীতে তিনি রাজ্যসভার সাংসদ হতে পারেন বলেও আলোচনা শুরু হয়েছিল। তবে, ওই পর্যন্তই। ১ নভেম্বর আপডেট হওয়া ভোটার তালিকাতেও তাঁর নাম পাওয়া যাওয়ার পরেই শুরু নতুন সম্ভাবনা।

বর্তমানে আই প্যাক নামক সংস্থার সঙ্গেও সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন প্রশান্ত কিশোর। আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত আই প্যাকের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচার প্রক্রিয়া চালানোর চুক্তি রয়েছে। সেই অনুযায়ী আই প্যাক কাজ করছে। তবে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে বর্তমানে প্রশান্ত কিশোরের কোনও সম্পর্ক নেই।

Prashant Kishor: মোদীর ইউএসপি কী? ফাঁস করলেন প্রশান্ত কিশোর
কয়েকমাস আগেই বিহারে ‘জন সুরজ’ সংগঠন তৈরি করেছেন প্রশান্ত কিশোর। তিনি মূলত, যুব এবং ছাত্র সমাজকে রাজনীতির ব্যাপারে উদ্বুধ করতে পদযাত্রা কর্মসূচি নিয়েছিলেন। বিভিন্ন জায়গায় এই কর্মসূচির মাধ্যমে সভা করেন তিনি। বিহারের নানা প্রান্তে পদযাত্রা করে রাজনীতি সম্পর্কিত বিষয়ে যুব সমাজকে অবগত করার কাজ করে চলেছেন তিনি। তবে এ রাজ্যের ভোটার তালিকায় তাঁর নাম থাকাটা ফের তাঁকে প্রসঙ্গিক করে তুলল বঙ্গ রাজনীতিতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *