Suvendu Adhikari On DA Hike : সরকারি কর্মচারীদের ‘ললিপপ’ দেওয়া হল, মমতার ডিএ বৃদ্ধি নিয়ে কটাক্ষ শুভেন্দুর – suvendu adhikari slammed chief minister mamata banerjee decision on da hike announcement


ক্রিসমাসে আগেই রাজ্য সরকারের কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনে অনড়। লোকসভা নির্বাচনের আগে ভোট টানতেই এই ঘোষণা বলে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকারি কর্মচারীদের নিছক ‘ ললিপপ’ দেখান হয়েছে বলে মত তাঁর।

কী জানালেন শুভেন্দু?

শুভেন্দু অধিকারীর বক্তব্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারী কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা 4 শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন। তবে তাঁর কথায়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্সের ভিত্তি করে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বছরে দু’বার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে। DA বৃদ্ধির সাধারণত প্রতি বছর ১লা জানুয়ারি এবং ১লা জুলাই থেকে কার্যকর হয়।

শুভেন্দুর যুক্তি, কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বাড়ানোর কারণে রাজ্য সরকারের এই ডিএ বৃদ্ধি আদৌ কেন্দ্রীয় হারের সঙ্গে ব্যবধান মেটাতে পারবে না। তাঁর কথায়, কারণ কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য ডিএ-তে সম্ভাব্য বৃদ্ধি জানুয়ারি 2024 থেকে আবার কার্যকর হবে। তাঁর মতে, ‘এই সামান্য বৃদ্ধি আসন্ন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নিছক ‘ললিপপ’ দেখান এবং আদালতে আসন্ন আইনি লড়াইয়ের সময় কঠিন প্রশ্নগুলি এড়াতে একটি কৌশল।’

সংগ্র্রামী যৌথ মঞ্চের প্রতিবাদ

বৃহস্পতিবার একটি অনুষ্ঠান থেকে ১ জানুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেন। তিনি জানান, এই ৪ শতাংশ ডিএ-র জন্য ২ হাজার ৪০০ কোটি খরচ হবে। তবে উপকৃত হবেন প্রায় ১৪ লাখ সরকারি কর্মী। যদিও এই ডিএ বৃদ্ধির ঘটনায় একেবারেই খুশি নয় সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।

DA Protest : সাতসকালে DA-র দাবিতে ‘নবান্নের দোরগোড়ায়’ সরকারি কর্মীদের একাংশ
শুক্রবার থেকেই লাগাতার আন্দোলন শুরু করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। ডিএ বৃদ্ধির ঘোষণার পর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা জানান, সরকারি কর্মীদের এটা প্রাপ্য নয়। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘ নতুন কোনও বিজ্ঞপ্তির আগে এভাবে ঘোষণা করে দিলেন। আমাদের মহার্ঘ্য ভাড়া ৪০ শতাংশ ঘাটতি। তার জায়গায় আমাদের ৪ শতাংশ দেওয়া হল। এটা ভিক্ষা দেওয়া হল। আমরা এই ডিএ প্রত্যাখান করছি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *