Vidyasagar Setu : বিদ্যাসাগর সেতুতে দাউ দাউ করে জ্বলছে গাড়ি, আংশিক বন্ধ যান চলাচল – vidyasagar setu kolkata bound traffic closed for accidently a car set on fire


দ্বিতীয় হুগলি সেতুর উপর আচমকা একটি গাড়িতে আগুন লেগে যায়। একটি চার চাকা গাড়িতে আগুন ধরে যায় বলে খবর। যার জেরে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। হাওড়া থেকে কলকাতার দিকে আসা যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর।

শুক্রবার দুপুরে হাওড়া থেকে কলকাতা যাওয়ার মুখে ব্রিজের উপরে একটি গাড়িতে আগুন লাগে। এই জেরে গোটা ব্রিজ হাওড়া থেকে কলকাতামুখী পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। গাড়িটিতে কী ভাবে আগুন লাগল সে ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে পুলিশ।

কী ঘটনা ঘটেছে?

দ্বিতীয় হুগলি সেতুতে একটি চারচাকা মার্সিডিজ গাড়িতে আগুন ধরে যায় হঠাৎ। কলকাতাগামী ওই গাড়িতে আগুন লাগে। কী ভাবে আগুন লাগে তা পরিষ্কার নয়। চলতে চলতে গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। গাড়ির আরোহীরা নেমে যায়। খবর পেয়ে আসে পুলিশ। ততক্ষণে গাড়িটিতে আগুন জ্বলতে থাকে দাউদাউ করে। দুটি লেনে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লেগেছে বলে অনুমান। ব্রেকডাউন ভ্যান দিয়ে গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Vidyasagar Setu : ফের ২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু! বড়দিনের আগে ভোগান্তি, কবে-কখন যান নিয়ন্ত্রণ?
প্রতক্ষ্যদর্শীরা কী জানালেন?

আমরা ওই গাড়িটির দশ ফুটের মধ্যে ছিলাম। পেছনে বেশ কিছু তেলের ট্যাংকার ছিলাম। হঠাৎ ওই গাড়িটি থেকে কিছু আরোহী বেরিয়ে আসে। চোখের সামনে গাড়িটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আশেপাশের পুলিশের কাছে আগুন নেভানোর কোনও ব্যবস্থা ছিল না। আগুন ছড়িয়ে পড়লে বড়সড় ঘটনা ঘটে যেতে পারত।

এমনিতেই, গত নভেম্বর মাস থেকে বিদ্যাসাগর সেতু রক্ষণাবেক্ষণের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু লেন বন্ধ রেখে বাকি লেন দিয়ে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তার মধ্যেই এই ঘটনায় ফের যান চলাচলে বিঘ্ন ঘটে। প্রসঙ্গত, ২১ ডিসেম্বর রাতে দুই ঘণ্টার জন্য এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সেতুর রক্ষণাবেক্ষণের কাজের জন্যেই রাত একটা থেকে তিনটে পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়। গত নভেম্বর মাস থেকেই এই সেতুতে কাজ শুরু হয়েছে। আগামী ৭ মাস এই কাজ চলবে বলে জানানো হয়েছে হুগলি ব্রিজ রিভার কমিশন অথরিটির তরফে। তার মাঝেই ফের বিপত্তি সেতু দিয়ে যান চলাচলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *