West Bengal Latest News: রূপনারায়ণের ধারে ৩০০ বেওয়ারিশ লাশ পোঁতার জন্য খোঁড়া হল গর্ত? তমলুকে শোরগোল – haldia 18 number ward resident stop one government activity stage protest


রূপনারায়ণ নদের পাশে খোঁড়া হয় বিরাট গর্ত। আর সেখানেই ৩০০ বেওয়ারিশ লাশ পোঁতার ভাবনা! এই নিয়ে তুমুল হইচই শুরু হয় তমলুকে।
ঘটনাটি ঘটেছে তমলুকের ১৮ নম্বর ওয়ার্ডে। এলাকাবাসীদের কথায়, তাঁরা জানতে পারেন হাসপাতাল থেকে ৩০০ বেওয়ারিশ লাশ নিয়ে এসে ওই গর্তগুলিতে পোঁতা হবে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বৃহস্পতিবার রাতেই এলাকায় তীব্র শোরগোল পড়ে যায় এলাকায়।

ঠিক কী অভিযোগ সামনে এসেছে?

তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডের রূপনারায়ণ নদী তীরবর্তী এলাকায় বৃহস্পতিবার বিকেলে তিনটি বড় বড় গর্ত খোঁড়া হয় প্রশাসনের পক্ষ থেকে। সাধারণ মানুষ প্রশ্ন করলে যাঁরা গর্ত খুঁজছিলেন তাঁরা জানান, পিকনিক করার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। পরবর্তীকালে বিভিন্ন সূত্র থেকে এলাকাবাসী জানতে পারেন, তাম্রলিপ্ত গভমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের বেওয়ারিশ লাশগুলি ওই গর্তে পোঁতা হবে। আর সেই কারণেই গর্ত খোঁড়া হয়েছে।

এরপরেই গর্ত খোঁড়ার কাজে বাধাদান করে এলাকাবাসী। তপ্ত হয়ে ওঠে এলাকা। তমলুক থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয়। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।

এদিকে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পিছু হঠতে বাধ্য হয় প্রশাসন। ঘটনাস্থলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনাস্থলে রাতেই পৌঁছন পুরসভার বিরোধী নেত্রী জয়া দাস নাগ। তিনি বলেন, ‘এটি অত্যন্ত জনবহুল এলাকা। জমিটি সরকারি হলেও কী ভাবে সেখানে লাশ পোঁতার সিদ্ধান্ত নেওয়া হল? যদি তা হয় সেক্ষেত্রে সেখান থেকে বহু রোগ ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন এই লাশগুলি বৈদ্যুতিন চুল্লিতে পোড়ানো হচ্ছে না?’

অন্যদিকে, স্থানীয় তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাস দাবি করেন, সেখানে লাশ পোড়ানো হবে, এই বিষয়টি তাঁর জানা ছিল না। তিনি বলেন, ‘এই ধরনের পরিকল্পনা থাকলে আমাকে বলা উচিত ছিল। আমি স্থানীয় মানুষজনের সঙ্গে আলোচনা করতাম। আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম এই ধরনের ঘটনা ঘটেছে। চেয়ারম্যান এবং এসডিও জানতেন। তাঁরা আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। সকলে আমার বাড়িতে গিয়েছিলেন কী ঘটছে জানার জন্য।’

তিনি লাশ পোঁতা বন্ধ রাখার জন্য আবেদন করেছিলেন বলে দাবি করেন। তৃণমূল কাউন্সিলর বলেন, ‘আগে এলাকাবাসীর সঙ্গে কথা বলি। তারপর পরবর্তী পদক্ষেপ।’ এই মুহূর্তে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *