Alipore Zoo Ticket : লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার যাত্রী সাথী অ্যাপেই মিলবে আলিপুর চিড়িয়াখানার টিকিট – alipore zoo ticket will be available on yatri sathi app


Alipore Zoo নিয়ে দারুণ খবর দিল Yatri Sathi App। চিড়িয়াখানার টিকিটের জন্য আর লম্বা লাইন দিতে হবে না। এবার যাত্রীসাথী অ্যাপ থেকেই কেটে নিতে পারবেন আলিপুর চিড়িয়াখানার টিকিট। অনলাইনে বাড়িতে বসে এবার চিড়িয়াখানার টিকিট কেটে নেওয়ার সুবিধা থাকছে।

কী জানা যাচ্ছে?

কিছুদিন আগেইওয়েস্ট বেঙ্গল ইয়োলো ট্যাক্সি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ‘‌যাত্রী সাথী’‌ নামে একটি নতুন অ্যাপ পরিষেবা চালু করা হয়েছে। ট্যাক্সি পরিষেবার পাশাপাশি এবার এই অ্যাপ থেকে কাটা যাবে কলকাতার আলিপুর চিড়িয়াখানার টিকিট। অনলাইনে এই টিকিট কাটার বন্দোবস্ত করা হয়েছে।

কী ভাবে কাটবেন টিকিট?

আপনি প্রথমে আপনার মোবাইলে যাত্রী সাথী অ্যাপটি খুলবেন। সেখান থেকে আপনি মেনু বার থেকে My Tickets অপশনে যাবেন। সেখান গিয়েই Book Tickets অপশনে গিয়ে আপনি আলিপু চিড়িয়াখানার টিকিট কাটার অপশনটি পাবেন। এরপর সেখান থেকে নির্দিষ্ট তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে টিকিট কেটে নিতে পারবেন।
এরপর অনলাইনে টাকা পাঠানোর পর আপনার মোবাইল স্ক্রিনে একটি কিউআর কোড ভেসে উঠবে। সেটি আপনার অনলাইন টিকিট বা পাসের কাজ করবে। এরপর চিড়িয়াখানার গেটে দাঁড়িয়ে কিউআর কোড স্ক‌্যান করলেই অতি সহজে প্রবেশ করতে পারবেন আপনি ও আপনার সঙ্গীরা।

উল্লেখ্য, এর আগে আলিপুর চিড়িয়াখানার কর্তৃপক্ষের তরফে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হয়েছিল। অনলাইনে https://kolkatazoo.in/alipore/ ওয়েবসাইট থেকে অনলাইনে টিকিট কেটে নিতে পারতেন দর্শকরা। এবার যাত্রী সাথী অ্যাপ থেকেও অনলাইনে টিকিট কেটে নেওয়ার ব্যবস্থা করা হল। অ্যাপের মাধ্যমে এই টিকিট কেটে নেওয়ার সুযোগের জন্য দর্শকদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Alipore Zoo: নয়া লুকের জু, দর্শক পেরোল ৫০ হাজার
সামনেই বড়দিন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চিড়িয়াখানায় সবথেকে বেশি ভিড় হয়ে থাকে। পশু প্রাণী দেখার জন্য ছোটদের পাশাপাশি বড়রাও এই সময় চিড়িয়াখানা যাওয়ার জন্য আগ্রহী হন। তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝক্কি থেকে মুক্তি পাওয়ার জন্য এবার সহজেই বাড়িতে বসে অ্যাপ থেকে এই টিকিট কেটে নেওয়ার সুযোগ পাবেন কলকাতার বাসিন্দারা।

উল্লেখ্য, কিছুদিন আগেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটি তাঁরা বাতিল করছে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ, আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে নতুন বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত টানা ৪৮ দিন খোলা থাকবে চিড়িয়াখানা৷ সেক্ষেত্রে এমনিতেই ভালো সুযোগ পেয়ে যাচ্ছেন কলকাতাবাসী। তাহলে আর কি! টিকিট কেটে ফেলুন, আপনার পরিজনদের নিয়ে একদিন চুটিয়ে মজা করে আসুন চিড়িয়াখানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *