Bishnupur Mela 2023 : নাচ-গান-নাটকে মুখরিত মন্দির নগরী! জেনে নিন বিষ্ণুপুর মেলার খুঁটিনাটি – bishnupur mela 2023 programme list details organising by bankura district administration


শুরু হল ৩৬ তম বিষ্ণুপুর মেলা। বৃহস্পতিবার পর্যটন, সংস্কৃতি ও হস্তশিল্পের এই মেলার ‘ভার্চুয়ালি’ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, জেলার শাসক দলের বিধায়ক, অন্যান্য নির্বাচিত জনপ্রতিনিধিরা সহ অন্যান্যরা। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত।

সূচি কীরকম?

  • ২১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে বিষ্ণুপুর মেলা। চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। ২৮ ও ২৯ ডিসেম্বর রয়েছে নাটক ও যাত্রা উৎসব।
  • ২৩ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আয়োজন করা হয়েছে সবলা মেলার।
  • বিভিন্ন সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ফটোগ্রাফি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি পাঠ, আলোচনা সভা সহ একাধিক আকর্ষণীয় অনুষ্ঠান। যদুভট্ট মঞ্চ এবং রামানন্দ মঞ্চে ভাগাভাগি করে হবে অনুষ্ঠান।
  • প্রখ্যাত সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, কার্তিক দাস বাউল, ভায়োলিন ব্রাদার্স থেকে শুরু করে পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল, বাংলা ব্যান্ড ফসিলস, দোহার-এর অনুষ্ঠান রয়েছে।
সাজিয়ে তোলা হয়েছে মেলা

সাজিয়ে তোলা হয়েছে মেলা


সবলা মেলা ও যাত্রা উৎসব

মেলা কমিটি সূত্রে জানানো হয়েছে, এবার বিষ্ণুপুর মেলার সঙ্গে সঙ্গেই সবলা মেলা ও নাটক ও যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। অন্যান্যবারের মতো এবারও এই মেলায় বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের হস্তশিল্পীরা তাঁদের পসরা নিয়ে হাজির হয়েছেন। মেলার মূলমঞ্চে প্রতিদিন স্থানীয়দের পাশাপাশি প্রথিতযশা শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

মেলায় নানা আকর্ষণ

কী ব্যবস্থাপনা মেলায়?

জেলাশাসক সিয়াদ এন এদিন জানান, এবারের মেলায় মোট ৫০০-র বেশী স্টল রয়েছে। তার মধ্যে ২০০টি স্টল বিভিন্ন দপ্তরের রয়েছে। জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এদিন বলেন, সিভিক ভল্যান্টিয়ার সহ ৫০০ জন পুলিশ কর্মী মেলায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। রয়েছে ৭০ টির বেশী ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোন নজরদারির পাশাপাশি সাদা পোশাকের পুলিশ কর্মীও রয়েছেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান।

Shantiniketan Hotel : পৌষমেলায় শান্তিনিকেতন যাচ্ছেন? পকেট সামলে, কয়েকগুণ বাড়ছে হোটেল-গাড়ি ভাড়া
কী ভাবে যাবেন?

বিষ্ণুপুর স্টেশন থেকে বিষ্ণুপুর মেলার মাঠের দূরত্ব আড়াই কিলোমিটার। স্টেশনে নেমে টোটো পাওয়া যাবে কুড়ি টাকায়। আর রিজার্ভ করলে আশি থেকে একশো টাকা লাগতে পারে। অন্যদিকে, বাস রুটে বিষ্ণুপুর বাসস্ট্যান্ড থেকে মেলার মাঠের দূরত্ব দেড় কিলোমিটার। টোটোতে দশ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *