Caste Certificate Check : জাল ‘জাতিগত শংসাপত্র’-র ছড়াছড়ি! আসল-নকল যাচাই করবেন কী ভাবে? জানুন – how to check caste certificate online details from west bengal backward class welfare department


রাজ্য জুড়ে ভুয়ো বা জাল জাতিগত শংসাপত্র ( Caste Certificate)-এর ছড়াছড়ি। বিষয়টি কিছুদিন আগে নিজের মুখে স্বীকার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাতিল হতে পারে একগুচ্ছ জাতিগত শংসাপত্র। এখন কী করে বুঝবেন আপনার কাছে যে সর্টিফকেট রয়েছে, সেটা আসল না নকল? দেখে নেওয়া যাক একনজরে।

কী যাচাই করবেন?

  • আপনি জাতিগত শংসাপত্র হাতে পাওয়া পর প্রথমে আপনার নাম, আপনার ঠিকানা, বাবার নাম ভালো করে মিলিয়ে নেবেন। আপনার অন্যান্য নথি, যেমন ভোটার কার্ড, আধার কার্ড এর সঙ্গে মিলছে কিনা দেখে নেবেন।
  • আপনার জাতি বা কাস্ট, আপনার উপজাতি বা সাব কাস্ট এগুলিকে ভালো ভাবে মিলিয়ে নেবেন। সব তথ্য, বানান সঠিকভাবে আছে কিনা যাচাই করে নেবেন।
  • আপনার ছবি সঠিক রয়েছে কিনা, নিয়মাবলী অনুযায়ী সঠিক মাপের রয়েছে কিনা সেটা যাচাই করে নেবেন।
  • অবশ্যই দেখে নেবেন আপনার সার্টিফিকেটে ডিজিটাল স্বাক্ষর রয়েছে কিনা। সবুজ রঙ দিয়ে সার্টিফিকেটের একবারে নিচে এই ডিজিটাল স্বাক্ষর থাকবে। সেই স্বাক্ষর যদি কোনোভাবে না থাকে, তাহলে আপনার সার্টিফিকেট সরকার কর্তৃক অনুমোদিত বা ভেরিফায়েড নয়।

সরকারি সাইটে যাচাই

আপনি সরকারি ওয়েবসাইট থেকেও আপনার সার্টিফিকেট যথাযথ হয়েছে কিনা, যাচাই করে নিতে পারবেন। প্রথমে আপনি যাবেন https://castcertificatewb.gov.in/ ওয়েবসাইট যাবেন। সেখানে গিয়ে মেনু বার অপশন থেকে ‘APPLICANT’ অপশনে যাবেন। সেখান থেকে যাবেন ‘Check Certificate’ অপশনে। সেখানে ক্লিক করলে আপনার সামনে একটি পপ আপ বক্স খুলে যাবে। সেখানে আপনার প্রাপ্ত জাতিগত শংসাপত্র নম্বর অর্থাৎ Caste Certificate Number দিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিতে পারবেন। সার্টিফিকেট নম্বর দিয়ে কোনও তথ্য না দেখালে বুঝে নেবেন আপনার কাছে যে সার্টিফিকেটটি আছে সেটি ভুয়ো বা জাল করা হয়েছে। এমনকি, আপনার ছাড়া অন্য কারও তথ্য দেখালেও বুঝে নিতে হবে আপনার সার্টিফিকেট বৈধ নয়।

আপনি নতুন বা সংশোধিত সার্টিফিকেটের জন্য আবেদন করলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট castcertificatewb.gov.in-এ গিয়ে এবং “Check Certificate” অপশনে গিয়ে অনলাইনে পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেটের আবেদনের স্টেটাস চেক করতে পারবেন।

Caste Certificate : সরকারি দফতরেই জাল জাতিগত শংসাপত্রের চক্র! বিপদে পড়ুয়ারা, শোরগোল মালদায়
কিছুদিন আগেই জাল সার্টিফিকেট যাচাই এবং বাতিলের ব্যাপারে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি দফতর থেকে জারি করা সর্টিদকেট জাল বের হচ্ছে এমন উদাহরণ দেখতে পাওয়া গিয়েছে। পাশাপাশি, কিছুদিন আগে আসানসোল সদরে মহকুমা শাসকের বিরুদ্ধে ১৭টি জাল জাতিগত শংসাপত্র দেওয়ার অভিযোগ দায়ের করে মামলা হয়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, জাল শংসাপত্র দেওয়া হচ্ছে কি না সে ব্যাপারে জেলাশাসক খেয়াল রাখতে হবে। যদি জাল সার্টিফিকেট ধরা পড়ে তাহলে উপযুক্ত তদন্ত করতে হবে। তাঁর কথায়, একটি পচা আপেল থাকলেও তাকে খুঁজে বের করুন। যেভাবে সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে অভিযোগের সত্যতা আছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *