Christmas 2023: বাতিল লোহায় তৈরি যিশুর মূর্তি – kalna youth raju bagh make jesus statue with scrap iron


সূর্যকান্ত কুমার, কালনা

উপকরণ বলতে বাতিল ছাঁট লোহা। আর সেই লোহা ওয়েল্ডিং করে তৈরি হচ্ছে যিশুর মূর্তি। ক্রিসমাসের সময়ে এমন ভাস্কর্য পৌঁছে যাচ্ছে তেলেঙ্গানা, ঝাড়খণ্ডের মতো এ রাজ্যের বিভিন্ন জায়গাতেও।

এই শিল্পের শিল্পী পূর্বস্থলী ১-এর কোবলার যুবক রাজু বাগ। এবার তিনি তৈরি করেছেন যিশুর শতাধিক মূর্তি। রাজুর এমন উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘রাজু এর আগে কচুরিপানা দিয়ে বিভিন্ন সামগ্রী বানিয়ে বিকল্প আয়ের পথ দেখিয়েছেন। এলাকায় কচুরিপানা দিয়ে সামগ্রী তৈরির ক্লাস্টার তৈরির কাজ শুরু হয়েছে। ওর ছাঁট লোহা দিয়ে ভাস্কর্যেরও ভালো চাহিদা রয়েছে। কী ভাবে ওর পাশে থাকা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছি।’

বিশ্বভারতীতে ডিজাইন নিয়ে পড়েছেন রাজু। ছাঁট লোহা ব্যবহার করে তাঁর মূর্তি তৈরি এই প্রথম নয়। দুর্গাপুজোর আগে তিনি তৈরি করেছিলেন শতাধিক প্রতিমা। সেই সব প্রতিমা পাড়ি দিয়েছে শ্রীলঙ্কা, আমেরিকা, বাংলাদেশে।

রাজু বলেন, ‘বিদেশে ক্যুরিয়ার করে পাঠিয়েছি। তাছাড়া বিভিন্ন রাজ্যে নিয়ে গিয়েছে বন্ধুরা। গায়িকা লোপামুদ্রা মিত্র নিয়েছেন ৪০টি দুর্গামূর্তি।’ মূর্তি নির্মাণে ছাঁট লোহায় কী কী থাকে? রাজু জানাচ্ছেন, বাতিল লোহার বিভিন্ন জিনিস যেমন সাইকেল, মোটর সাইকেলের চেন, নাট, বল্টু, স্পোক। সেগুলোই ওয়েল্ডিং করে মূর্তিতে রূপ দেন তিনি। তৈরি হয় তাঁর ভাস্কর্যের নিজস্ব ঘরানা।

তাঁর তৈরি যিশুর মূর্তিও জনপ্রিয় হয়েছে। প্রচুর অর্ডারও পেয়েছেন রাজু। তেলেঙ্গানার হায়দরাবাদ ও ঝাড়খণ্ডে যিশুর এমন একশোটি মূর্তি পাঠিয়েছেন এই শিল্পী। এক একটি মূর্তির দাম ৯৫০ টাকা। আগামী বছর আরও মূর্তি তৈরি করতে চান তিনি। সেই বাজার পেতে এখন থেকে পরিকল্পনা করছেন। রাজুর এমন শিল্পকর্মে কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে মনে করছেন এলাকার কয়েকজন তরুণ। রাজুর সঙ্গে থেকে কাজ শিখছেন তাঁরা।

Ayodhya Ram Mandir : চাকরি ছেড়ে রাম মন্দির নির্মাণ, রামলালা মূর্তির কারিগর অরুণ যোগীরাজ কে?
কলেজ পড়ুয়া আদিত্য সরকার, দ্বাদশ শ্রেণির ছাত্র সৌরভ সিংহ জানান, সিলেবাসের পড়ার বাইরে এই কাজ শিখে লাভই হচ্ছে। যে টাকা আয় হচ্ছে তাতে পড়ার সঙ্গে হাতখরচের টাকা জোগাড় হয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে রাজু বলেন, ‘শুধু নিজের কথা ভাবছি না, এলাকার বহু মানুষের কর্মসংস্থানই আমার লক্ষ্য। আমার সঙ্গে যাঁরা রয়েছেন, তাঁরা এখনই দৈনিক ২৫০ টাকা থেকে ৩০০ টাকা রোজগার করছেন। এর পর পরিকল্পনায় রয়েছে আমার শিল্পকর্মের মাধ্যমে এলাকার বিপণন।’

সেটা কী ভাবে? পূর্বস্থলীর কোবলায় রয়েছে বাঁশদহ বিল। সেখানে প্রতি বছর খাল-বিল উৎসবে আসেন বহু মানুষ। ইতিমধ্যে সেই উৎসব বেশ জনপ্রিয়। রাজু বলেন, ‘বিলের নানা প্রজাতির পাখি, কীট-পতঙ্গ, মাছের ভাস্কর্য তৈরি করে তা মানুষের ড্রয়িংরুমে পৌঁছে দিতে চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *