DA News West Bengal : মমতার ‘নিউ ইয়ার গিফট’-এ অখুশি! এবার আমরণ অনশনের হুঁশিয়ারি ডিএ আন্দোলনকারীদের – sangrami joutha mancha will go for hunger strike for demand of dearness allowance


৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাতেও চিঁড়ে ভিজবে না। আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। নবান্নের সামনে ধরনা কর্মসূচির পর আগামী ১৯ জানুয়ারি কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছেন তাঁরা। এমনকি, এরপরেও দাবি না মেটানো হলে আগামী দিনে আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছে মঞ্চ।

কী জানালেন তাঁরা?

এদিনের নবান্ন বাস স্ট্যান্ডের কর্মসূচির পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয় আগামী ১৯ জানুয়ারি তাঁরা কলকাতায় মহা মিছিলের আয়োজন করছেন। সেদিনের মিছিলে সরকারি কর্মচারীদের এবং রাজ্যের অন্যান্য স্তরের প্রতিনিধিদের যোগদানের ব্যাপারে আবেদন জানানো হয়। সেদিন শিয়ালদা, হাওড়া এবং হাজরা থেকে এই মিছিলের সূত্রপাত হবে। মিছিল গিয়ে মিলিত হবে শহিদ মিনারে।

আমরণ অনশন কর্মসূচি

এদিন সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানিয়ে দেওয়া হয়, ১৯ তারিখ মিছিলের পাশাপশি আগামী বছর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তাঁরা তিনদিন কর্মবিরতির কর্মসূচি নেবেন। এরপরেও তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতার দাবি পূরণ না হলে আমরণ অনশনের পথে হাঁটবেন তাঁরা। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এদিন বলেন, ‘ নতুন বছরের শুরু থেকেই আমরা সাধারণ মানুষের মধ্যে দিয়ে জনসংযোগ যাত্রা করব। আমাদের মঞ্চের লড়াইয়ের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ডিএ ঘোষণার পর সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়, এটা ‘ভিক্ষার দান’, এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধিকে তাঁরা আদৌ স্বাগত জানাচ্ছেন না। কেন্দ্রের সঙ্গে সমতুল্য রেখে ডিএ বৃদ্ধির দাবিতে অনড় তাঁরা। এরপরেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নবান্নের অনতিদূরে ধরনা কর্মসূচি শুরু কর তাঁরা।

DA News : সরকারি কর্মীদের অতিরিক্ত ৪% DA, কত টাকা অতিরিক্ত ব্যয় রাজ্যের?
যদিও, শুক্রবার নবান্নের সামনে ধরনা কর্মসূচিতে তাঁদের বাধা প্রদান করা হয় বলে অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে। নবান্ন বাসস্ট্যান্ডে গতকাল থেকে ধর্নায় বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। আদালতের নির্দেশে নবান্ন বাসস্ট্যান্ডে ধরনা কর্মসূচি করে তাঁরা। তাঁদের ধরনা কর্মসূচিতে একের পর এক রাজনৈতিক নেতাকে হাজির হতে দেখা যায়। তবে তাঁদের বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে এই আন্দোলনের মাত্রা যে এতটুকু কমবে না উল্টে আগামী দিনে আরও বৃদ্ধি পাবে সেটাই জানিয়ে দিলেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *