এই সময়, কাটোয়া: পুষ্টির বার্তা দিতে এবার দুয়ারে সরকার শিবিরে সাধ খাওয়ানো হলো এক প্রসূতিকে। শুক্রবার কেতুগ্রাম ২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েত এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে সাধ খাওয়ানো হয় পুরুলিয়ার বাসিন্দা নূপুর সর্দারকে। ব্লকের বিডিও শাশ্বতী দাস নিজের হাতে ৭ মাসের ওই গর্ভবতীকে পরিবেশন করেন।
অঙ্গনওয়াড়ি থেকে আয়োজন করা হয়েছে খাবারের। সরকারি অনুষ্ঠানে সাধ খেয়ে খুশি ওই বধূ। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন নূপুর। গর্ভধারণ থেকে সন্তান প্রসবের আগে বেশ কয়েকবার সাধভক্ষণের রীতি রয়েছে। এই সময় সাজিয়ে দেওয়া হয় বধূর পছন্দের খাবার। সেই রীতি মেনে দুয়ারে সরকার শিবিরে সাধের আয়োজন।
অঙ্গনওয়াড়ি থেকে আয়োজন করা হয়েছে খাবারের। সরকারি অনুষ্ঠানে সাধ খেয়ে খুশি ওই বধূ। দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন নূপুর। গর্ভধারণ থেকে সন্তান প্রসবের আগে বেশ কয়েকবার সাধভক্ষণের রীতি রয়েছে। এই সময় সাজিয়ে দেওয়া হয় বধূর পছন্দের খাবার। সেই রীতি মেনে দুয়ারে সরকার শিবিরে সাধের আয়োজন।
এদিন মেনুতে ছিল চাররকম ভাজা, শাক, মাছ, পায়েস, নলেন গুড়ের মিষ্টি। নূপুর বলেন, ‘এটা ভাবনাতেই ছিল না। সত্যি ভালো লাগছে।’ বিডিও বলেন, ‘দুয়ারে সরকার শিবিরগুলোয় আমরা সুপুষ্টি দিবস পালন করছি। ৬ মাস বয়সি শিশুদের এখানে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়। সেই মতো সাধেরও আয়োজন করা হয়েছে।’
এদিন একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় শিবিরে। চাহিদা মেটাতে যেমন আয়োজন করা হয় রক্তদান শিবিরের, তেমনই বাল্যবিবাহ রোধে আয়োজন করা হয় পথনাটিকারও।