Firhad Hakim : ‘মেয়েকে স্কুলে ভর্তি করাতে পারছি না’, ফোন খোদ মেয়রকে – parents call mayor firhad hakim for admit his daughter to school


এই সময়: সন্তানের স্কুলে ভর্তির সমস্যা নিয়ে নাস্তানাবুদ অভিভাবককে সাহায্যের আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার দুপুরে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ১৪৩ নম্বর ওয়ার্ডের কদমতলা লেনের এক বাসিন্দা ফোন করেন মেয়রকে।

সংশ্লিষ্ট ব্যক্তি মেয়রকে ফোনে বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি আপনাকে খুঁজছি। কিন্তু কিছুতেই দেখা করতে পারছি না। আমার সন্তানকে আমি আক্রার একটি স্কুলে ভর্তি করতে চাই। কিন্তু কিছুতেই ভর্তি করতে পারছি না। এই বিষয়ে আমি আপনার সাহায্য চাই।’

ফোনে অভিভাবকের বক্তব্য শুনে প্রথমে খানিকটা বিস্মিত হন মেয়র। কারণ ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই ধরনের সাহায্যের আবেদন খুব একটা শোনা যায় না। এই অনুষ্ঠানে শহরের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা পুরসভার পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে থাকেন। তার পরে পুর আধিকারিকরা যে এলাকা থেকে সমস্যার কথা জানানো হয়, সেখানে গিয়ে সমস্যার সমাধান করে মেয়রকে রিপোর্ট জমা দেন।

Firhad Hakim : কনভয় থেকে নেমে রাবিশ ভরা লরি আটকালেন মেয়র!
একজন অভিভাবক তাঁর সন্তানকে স্কুলে ভর্তি করতে চেয়েও পারছেন না শুনে মেয়র খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েন। তার পরেই অসহায় অভিভাবককে ফোনে মেয়র বলেন, ‘বিষয়টি নিয়ে আপনি আগামী সপ্তাহে আমার সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে আমি নিজে আপনার সন্তানকে স্কুলে ভর্তির জন্য নিয়ে যাব।’

খোদ মেয়রের কাছ থেকে এই আশ্বাসবাণী মেলার পরে ওই অভিভাবক মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমার অনেক দিনের একটা দুশ্চিন্তা কাটল। শেষ পর্যন্ত সন্তানের স্কুলে ভর্তির সমস্যার সমাধানের একটি উপায় অন্তত খুঁজে পেলাম।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *