Gangasagar Mela : মুড়িগঙ্গায় জেগে উঠেছে নতুন চর, বিপদের আশঙ্কা সাগরমেলায় – new char has arisen in muriganga river tension rising before gangasagar fair


এই সময়, কাকদ্বীপ: আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে মুড়িগঙ্গা নদীর নতুন চর। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা ও সুন্দরবন মন্ত্রী বঙ্কিম হাজরা, কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জরুরি বৈঠক করেন। শুক্রবার থেকে বেশি করে পলি কাটার যন্ত্র কাজে লাগানো হয়েছে।

মুড়িগঙ্গার বুকে নতুন চর তৈরির খবর পেয়ে এ দিন বিকেল নাগাদ মুড়িগঙ্গা নদীতে ড্রেজিংয়ের কাজ দেখতে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিধায়ক মন্টু রাম পাখিরা, জেলাশাসক সুমিত গুপ্তা-সহ জেলা প্রশাসনের আধিকারিক, ইঞ্জিনিয়ার ও সেচ দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে রাতেই মাপা হলো মুড়িগঙ্গা নদীর জলস্তর।

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে সাগরমেলা। কিন্তু তার আগেই জোর কদমে মেলার প্রস্তুতি চলছে। এর মধ্যে মুড়িগঙ্গা নদীতে নতুন করে চর তৈরি হওয়ায় বড়সড় বাধার মুখে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। কাকদ্বীপের লট নম্বর ৮ থেকে কচুবেড়িয়াতে পারাপারের ক্ষেত্রে মুড়িগঙ্গা নদীতে নতুন চর তৈরি হওয়ায় ভেসেল চলাচল প্রতিদিন ব্যাহত হচ্ছে।

প্রশাসন সূত্রের খবর, ডিসেম্বরের শেষ সপ্তাহে শেষ হওয়ার কথা ছিল মুড়িগঙ্গার ড্রেজিং। কিন্তু নদীর মাঝামাঝি অংশে নতুন করে পলি জমে চড়া পড়ে যাওয়ায় বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা প্রশাসনিক ভবনে জেলাশাসক সুমিত গুপ্তার পৌরোহিত্যে জরুরি বৈঠক হয়। ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

নদীতে নতুন করে চর তৈরি হওয়ার খবর পেয়ে বিকেলে সোজা কাকদ্বীপের লট নম্বর ৮ ভেসেল ঘাটে চলে আসেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। লঞ্চে চেপে নদীতে সেই চর পরিদর্শনের পাশাপাশি রাতে দীর্ঘক্ষণ মুড়িগঙ্গা নদীতে জল মাপার পাশাপাশি চলে পর্যবেক্ষণ। পরে মন্ত্রী পার্থ ভৌমিক ও বঙ্কিম হাজরা সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন।

পার্থ ভৌমিক বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের কোথাও কোনও রকম যাতে অসুবিধা না হয় সেদিকটা কড়া নজরে রাখেন। তাই মেলার প্রস্তুতির মধ্যে মুড়িগঙ্গা নদী পারাপারে তীর্থযাত্রীদের সুবিধার্থে লঞ্চে চেপে ড্রেজিংয়ের কাজ খতিয়ে দেখলাম। ড্রেজিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এর মধ্যে নতুন করে নদীতে চর খুঁজে পাওয়া গিয়েছে। মেলা চলাকালীন যাত্রী পারাপারে ভেসেল চলাচলে যাতে কোনও সমস্যা না দেখা দেয় সেদিকটা মাথায় রেখে আরও বেশ কয়েকটা ড্রেজিং মেশিন লাগিয়ে মেলা শুরুর আগে পর্যন্ত নদীতে ওই নতুন চরকে কেটে সরিয়ে দেওয়া হবে। সেচ দপ্তর ও জেলা প্রশাসন সমন্বয় রেখে দ্রুত কাজ সম্পন্ন করবে।’

Bishnupur Mela 2023 : ঐতিহ্যবাসী মেলার ৩৬ বছর, টিশার্ট-কাপ বিক্রির উদ্যোগ জেলা প্রশাসনের! কী ভাবে কিনবেন?
ভেসেলের কর্মীদের মুখেও শোনা গিয়েছে আশঙ্কার কথা। মকর সংক্রান্তিতে সাগরমেলায় সারা দেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসবে। পুণ্যার্থীদের যাতায়াতের অন্যতম ভরসা মুড়িগঙ্গা নদী। দীর্ঘদিন ধরে এই নদীতে পলি জমতে থাকায় ভাটার সময় যাত্রী পারাপারের ভেসেল বন্ধ রাখতে হচ্ছে। জোয়ারের সময় নদীর জলের নাব্যতা থাকে প্রায় সাত মিটারের বেশি।

কিন্তু ভাটার সময় নদীর জলের নাব্যতা কমে দাঁড়ায় আড়াই মিটারেরও কম। ভেসেল চালাতে গেলে নদীতে জলের নাব্যতা থাকতে হবে ন্যূনতম আড়াই মিটার। তার উপর নদীতে নতুন করে চড়া পড়ায় চিন্তা তৈরি হয়েছে। মেলা শুরুর দিন কুড়ি আগেও গড়ে সাত থেকে আট ঘণ্টা ভেসেল বন্ধ রাখতে হচ্ছে। প্রতিদিন চরম হয়রান হতে হচ্ছে সাগরের বাসিন্দা থেকে তীর্থযাত্রীদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *