Government Hospital : জুতো খুলতে বলায় মার স্বাস্থ্যকর্মীকে – asansol health worker beaten up for asked patient party remove shoes in xray room


এই সময়, আসানসোল: এক্স-রে রুমে ঢুকতে গেলে জুতে খুলেই ঢুকতে হবে। সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে এমনটাই নিয়ম। সেই নিয়ম মেনেই রোগী ও তাঁর পরিবারের লোকজনকে জুতো খুলে এক্স-রে রুমে ঢুকতে বলেন আসানসোল জেলা হাসপাতালের কর্মী কিষান শর্মা।

আর তাতেই রোগীর পরিবারের কয়েকজন সদস্যদের হাতে মার খেতে হলো তাঁকে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ। খবর পেয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্প থেকে এক্স-রে রুমের সামনে আসেন পুলিশকর্মীরা।

পরে জেলা হাসপাতালে এসে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। তবে ততক্ষণে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা হাসপাতাল ছেড়ে পালায়। এর পরেও এক্স-রে করে চিকিৎসা করা হয় আমনা খাতুন নামে ওই রোগীর।

বছর ৬০-এর ওই বৃদ্ধার হাত ভেঙে যাওয়ায় তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল বলে জানা গিয়েছে। অন্য দিকে, হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা করা হয় প্রহৃত কিষান শর্মাকে। শুক্রবার সকালে তিনি লিখিত ভাবে গোটা ঘটনার কথা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাসকে জানান। তদন্তের জন্য আসানসোল দক্ষিণ থানায় সেই অভিযোগপত্রটি পাঠিয়েছেন সুপার। ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *