Howrah 3D Planetarium : সব শো হাউজফুল, স্কুল পড়ুয়াদের বিশেষ ছাড়! হাওড়া তারামণ্ডলের থ্রি ডি শো নিয়ে চর্চা – howrah 3d planetarium many interested people watching 3d show there


গত বছর ডিসেম্বর মাসে উদ্বোধন হয় হাওড়া তারামণ্ডলের। দেশের প্রথম থ্রি ডি প্ল্যানেটেরিয়াম হিসেবে চালু হয় এই তারামণ্ডল। তারপর থেকে থ্রি ডি শো দেখার জন্য দর্শকদের মধ্য ছিল তুমুল উৎসাহ। হাওড়া পুরসভা পরিচালিত এই তারামণ্ডলে ভিড় করে শুরু করে কচিকাঁচারা। সামনেই বড়দিন। অধিকাংশ স্কুলেই ছুটি পড়ে গিয়েছে। এবার গত বছরের তুলনায় তারামণ্ডলে ভিড় বাড়বে বলে মনে করছে কর্তৃপক্ষ।

কী জানাল হাওড়া পুরসভা?

হাওড়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এই সময় ডিজিটালকে বলেন, ‘আগের বছর তারামণ্ডলে থ্রি ডি শো দেখার জন্য প্রচুর ভিড় হয়েছিল। এবারও ভিড় বাড়তে শুরু করেছে। বড়দিনের সময় আরও ভিড় বাড়বে বলেই আমাদের আশা। স্কুল পড়ুয়াদের জন্য আলাদা শোয়ের ব্যবস্থা আমরা করেছি। সাধারণ শো টাইমের বাইরে সেটা করা হচ্ছে। যদি ৫০ জন বা তার বেশি স্কুল পড়ুয়া একসঙ্গে আসে, তবেই পৃথক শো করা হবে। স্কুল পড়ুয়াদের টিকিটের দামে ছাড় দেওয়া হয়েছে।’

বড়দিনে বাড়বে থ্রি ডি শোয়ের সংখ্যা?

প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘আমাদের এখানে সারাদিনে মোট চারটে করে শো চলে। শোয়ের সংখ্যা এবারও একই থাকছে। তা বাড়ছে না। ৩টে, ৪টে, ৫টা ও ৬টায় থ্রি ডি শো দেখান হয়। স্কুল পড়ুয়ারা আগ্রহী তাদের জন্য দুপুরের দিকে শোয়ের বন্দোবস্ত করা হচ্ছে। অডিটোরিয়ামে ৯৫ জনের বসার বন্দোবস্ত রয়েছে। তারামণ্ডল নিয়ে এখনও মানুষের মনে আগ্রহ রয়েছে। কারণ আমি যতদূর জানি প্রত্যেকটা শো হাউজফুল হচ্ছে।’

গত বছর পথ শিশুদের জন্য বড়দিনে বিশেষ থ্রি ডি শোয়ের বন্দোবস্ত করেছিল তারামণ্ডল কর্তৃপক্ষ। সান্তাক্লজ বেশে সেখানে দেখা গিয়েছিল সুজয়কে। এবার কি তেমন কোনও পরিকল্পনা রয়েছে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিকল্পনা অবশ্যই রয়েছে। তবে তারামণ্ডলে নয়। ডুমুরজলাতে ক্রিসমাস কার্নিভ্যাল হচ্ছে আপনারা সবাই জানেন। সেখানে পথশিশুদের নিয়ে সময় কাটানোর পরিকল্পনা করছি আমরা।’

উল্লেখ্য, গত বছর ২ ডিসেম্বর হাওড়ার শরৎ সদনে দেশের প্রথম থ্রি ডি প্ল্যানেটেরিয়াম চালু করে হাওড়া পুরসভা। এই তারামণ্ডল উদ্বোধন করে পুর ও নগরোন্ননমন্ত্রী ফিরহাদ হাকিম। ১০০ আসনের এই প্ল্যানেটেরিয়াম তৈরিতে প্রায় ১৪ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে টিকিটের দাম ৭০ টাকা। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ১২০ টাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *