Kolkata Police : বড়দিনে যান নিয়ন্ত্রণ, শহরের একাধিক রাস্তায় ‘নো পার্কিং’! ট্রাফিক নিয়ে কী জানাল কলকাতা পুলিশ? – kolkata police to impose traffic restrictions on park street and several roads on christmas


সোমবার বড়দিন। দুয়ারে কড়া নাড়ছে নতুন বছর। উৎসবের আমেজ গোটা শহরে। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটে ক্রিসমাস কার্নিভ্যালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝলমলে আলোয় সেজে ওঠা পার্ক স্ট্রিটে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে। রবিবার ক্রিসমাস ইভ ও সোমবার বড়দিনে পার্ক স্ট্রিটে নামবে মানুষের ঢল। ভিড় সামাল দিতে পার্ক স্ট্রিট ও তার আশেপাশের এলাকার যান চলাচল নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ।

ক্রিসমাসে ইভ (২৪ ডিসেম্বর) জারি একাধিক বিধিনিষেধ

  • রবিবার রাত ১০টার পরিবার সোমবার রাত ২টো থেকে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণিতে উভয়মুখী যান চলাচল শুরু হবে।
  • প্রয়োজন অনুযায়ী কুইনস ওয়ে ‘ওয়ান ওয়ে’-তে রূপান্তরিত করবে পুলিশ। প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
  • উত্তর ও দক্ষিণগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি ক্রসিং থেকে এজেসি বোস রোড ক্রসিং অবধি পৌঁছতে জেএল নেহেরু রোড ধরতে হবে।

বড়দিনের ট্রাফিকেও বিধিনিষেধ

  • সোমবার সন্ধে বেলা প্রয়োজন অনুযায়ী পার্ক স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
  • হো চি মিন সরণি দিয়ে শুধুমাত্র পূর্বগামী যানবাহনগুলি চলাচল করতে পারবে।
  • রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের উভয়দিকে যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।
  • রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিটে কোন যানবাহন চলতে দেওয়া হবে না।
  • ওউটরাম রোড থেকে পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
  • উত্তর থেকে দক্ষিণমুখী যানবাহনগুলি পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে পারে। মেয়ো রোড ধরে ডাফরিন রোড, আউটরাম রোড ও খিদিরপুর রোড ধরে দক্ষিণ দিকে যেতে পারে।
  • রবিবার ও সোমবার দুপুর থেকে রফি আহমেদ কিদওয়াই রোড ও ইলিয়ট রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

একাধিক রাস্তায় নো পার্কিং

বড়দিন ও ক্রিসমাস কার্নিভ্যালের কারণে ২৪ ও ২৫ ডিসেম্বর শহরের একাধিক রাস্তা থাকছে নো পার্কিং। তালিকায় কোন কোন রাস্তা?

  • পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং)
  • মিডলটন স্ট্রিট
  • শর্ট স্ট্রিট
  • উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি)
  • হো চি মিন সরণি
  • ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং)
  • রফি আহমেদ কিদওয়াই রোড
  • লিটল রাসেল স্ট্রিট
  • ফ্রি স্কুল স্ট্রিট
  • ইলিয়ট রোড

অরিজিৎ দে এর বিষয়ে

অরিজিৎ দে
অরিজিৎ দে ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার

ডিজিটাল মিডিয়াতে অরিজিতের দুই বছরের অভিজ্ঞতা। এই সময় ডিজিটাল জেলা ডেস্কের তিনি একজন সক্রিয় সদস্য। রাজনীতি বিষয়ক সংবাদ পরিবেশনায় তাঁর বিশেষ আগ্রহ। লেখনীর গুণে তিনি ডিজিটাল মাধ্যমের পাঠকদের আকৃষ্ট করতে পারে এমন তথ্যপূর্ণ নিবন্ধ তৈরিতে সদা সচেষ্ট। পশ্চিমবঙ্গ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলী সম্পর্কে নিরন্তর কৌতূহল সাংবাদিক হিসেবে তাঁর দক্ষতাকে অনবরত ঋদ্ধ করে চলেছে। কর্মসূত্রে একাধিক প্রখ্যাত রাজনীতিকের সাক্ষাৎকার তেওয়ার সুযোগ তাঁর হয়েছে। অবসর সময়ে বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। ভালোবাসেন ক্রিকেট, রান্না ও নতুন নতুন জায়গা ঘুরে দেখতে।Read More
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *