ক্রিসমাসে ইভ (২৪ ডিসেম্বর) জারি একাধিক বিধিনিষেধ
- রবিবার রাত ১০টার পরিবার সোমবার রাত ২টো থেকে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণিতে উভয়মুখী যান চলাচল শুরু হবে।
- প্রয়োজন অনুযায়ী কুইনস ওয়ে ‘ওয়ান ওয়ে’-তে রূপান্তরিত করবে পুলিশ। প্রয়োজনে ক্যাথিড্রাল রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।
- উত্তর ও দক্ষিণগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি ক্রসিং থেকে এজেসি বোস রোড ক্রসিং অবধি পৌঁছতে জেএল নেহেরু রোড ধরতে হবে।
বড়দিনের ট্রাফিকেও বিধিনিষেধ
- সোমবার সন্ধে বেলা প্রয়োজন অনুযায়ী পার্ক স্ট্রিটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
- হো চি মিন সরণি দিয়ে শুধুমাত্র পূর্বগামী যানবাহনগুলি চলাচল করতে পারবে।
- রয়েড স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি রফি আহমেদ কিদওয়াই রোডের উভয়দিকে যানবাহন চলাচলের অনুমতি রয়েছে।
- রাসেল স্ট্রিট ও লিটল রাসেল স্ট্রিটে কোন যানবাহন চলতে দেওয়া হবে না।
- ওউটরাম রোড থেকে পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডগামী যানবাহনগুলিকে হো চি মিন সরণি, ক্যামাক স্ট্রিট, শর্ট স্ট্রিট ও উড স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
- উত্তর থেকে দক্ষিণমুখী যানবাহনগুলি পার্ক স্ট্রিট ফ্লাইওভার ব্যবহার করতে পারে। মেয়ো রোড ধরে ডাফরিন রোড, আউটরাম রোড ও খিদিরপুর রোড ধরে দক্ষিণ দিকে যেতে পারে।
- রবিবার ও সোমবার দুপুর থেকে রফি আহমেদ কিদওয়াই রোড ও ইলিয়ট রোডে ট্রাম চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।
একাধিক রাস্তায় নো পার্কিং
বড়দিন ও ক্রিসমাস কার্নিভ্যালের কারণে ২৪ ও ২৫ ডিসেম্বর শহরের একাধিক রাস্তা থাকছে নো পার্কিং। তালিকায় কোন কোন রাস্তা?
- পার্ক স্ট্রিট (জেএল নেহেরু রোড ক্রসিং থেকে উড স্ট্রিট ক্রসিং)
- মিডলটন স্ট্রিট
- শর্ট স্ট্রিট
- উড স্ট্রিট (শর্ট স্ট্রিট থেকে পার্ক স্ট্রিট ক্রসিং অবধি)
- হো চি মিন সরণি
- ক্যামাক স্ট্রিট (মিডলটন স্ট্রিট ক্রসিং থেকে শর্ট স্ট্রিট ক্রসিং)
- রফি আহমেদ কিদওয়াই রোড
- লিটল রাসেল স্ট্রিট
- ফ্রি স্কুল স্ট্রিট
- ইলিয়ট রোড
West bengal newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল