Rose Valley Group : ২০২৪ সালেই টাকা ফেরত পাবেন চিটফাণ্ডের আমানতকারীরা! কমিশনের তত্ত্বাবধানে খুলছে ওয়েবসাইট – rose valley chit fund investor may get their money in 2024 january in court order


রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ড সামনে আসার পর রাজ্যের বহু আমানতকারী খুইয়েছিলেন জীবনের শেষ সম্বল। টাকা ফেরত পাওয়ার আশ্বাস তাঁরা পেয়েছিলেন। এবার সেই সমস্ত আমানতকারীদের জন্য সুখবর! ২০২৪ সালের প্রথমের দিকেই তাঁদের টাকা ফেরানোর জন্য প্রাথমিক প্রক্রিয়া শুরু হতে চলেছে। ইতিমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে। যেখানে রোজভ্যালির আমানতকারীদের উপযুক্ত তথ্য-প্রমাণ সহ আবেদন জানাতে হবে।

কলকাতা হাইকোর্টের নির্দেশ
রোজ ভ্যালিতে প্রতারিত মানুষরা যাতে টাকা ফিরে পান সেই জন্য প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করার নির্দেশও দিয়েছিলেন। সূত্রের খবর, টাকা ফেরত দেওয়ার প্রাথমিক ধাপ হিসেবে ওই ওয়েবসাইটটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। একটি সংস্থাকে সংশ্লিষ্ট কাজের জন্য বরাত দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা। ফলে এই ওয়েবসাইটে আবেদন করলে ধাপে ধাপে টাকা পাবেন আমানতকারীরা।

কোন আমানতকারীরা প্রথমে টাকা পাবেন?
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যে সমস্ত আমানতকারীদের টাকার অঙ্কটা পাঁচ হাজারের মধ্যে তাঁরা প্রথমে টাকা ফেরত পাবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে। তারপর অন্যান্যদের টাকা ধাপে ধাপে মেটানো হবে।

কোথা থেকে আসবে এই টাকা?

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই টাকা কোথা থেকে আসবে? জানা গিয়েছে, রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় ৬০ লাখ মানুষ। আর তাঁদের মোট আমানতের অঙ্কটা ছিল তিন হাজার কোটির আশেপাশে। রোজভ্যালিকাণ্ড সামনে আসার পর রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। শুধু বাংলা নয়, রাজ্যের বাইরেও এই প্রতারণাকাণ্ডের ডালপালা মেলা শুরু হয়েছিল, তদন্তে উঠে আসে এমনই তথ্য।

হাইকোর্টের গঠন করে দেওয়া কমিশন একটি এডিসি গঠন করে। আর এই এডিসিই রোজ ভ্যালির যাবতীয় সম্পত্তির দেখাশোনা করছে। পাশাপাশি সংস্থার যে কোম্পানিগুলি এখনও চালু সেগুলিও কমিশনের তত্ত্বাবধানেই রয়েছে। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে ৮০০ কোটি।

Sahara Refund: সাহারায় জমানো অর্থ ফেরত নিয়ে বড় আপডেট! 2024 ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা?
কোথায় আছে এই অর্থ?

আপাতত এই বিপুল টাকা জমা আছে ED-র কাছে। শুধু তাই নয়, সংস্থার যে সমস্ত কোম্পানিগুলি এই মুহূর্তে সক্রিয় তার থেকে যে মুনাফা হয় তাও ইডির কাছেই জমা হয়। প্রস্তাবিত ওয়েবসাইট তৈরি হয়ে গেলে যাবতীয় নিয়ম মোতাবেক এই অর্থ ইডি অর্থ কমিশনকে দেবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *