Digha Beach : বেয়াদপি দেখলেই সবক! মহিলা নিরাপত্তায় দিঘা বিচ চষে বেড়াবে ‘লেডি সিংঘম’-রা – digha beach women security purba medipur police deploy winners patrolling team


দিঘায় দিনে দিনে বাড়ছে পর্যটকদের সংখ্যা। উৎসবের মরশুমে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। দিঘায় আগত মহিলা পর্যটকদের বিভিন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে হয়। থানায় জমা হয় অভিযোগ। এবার মহিলাদের নিরাপত্তা দেওয়া এবং তাদের সমস্যা দূর করার লক্ষ্যে উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

মহিলা নিরাপত্তায় উদ্যোগী পুলিশ

দিঘায় আগত মহিলা পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় উদ্যোগী হল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। এবার বিচের নিরাপত্তার দায়িতে মহিলা পুলিশকর্মীদের ‘উইনার্স’ টিম। রাত পোহালেই বড়দিন তার পর ইংরেজির নতুন বছর। এই সময় পর্যটকদের সংখ্যা বাড়ে সৈকত শহরে। ভিড়ের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগেভাগেই প্রস্তুতি নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। মোড়ে মোড়ে পুলিশ, সিভিক ভলান্টিয়াররা যেমন থাকবেন থাকবেন, তেমন দু’চাকা নিয়ে টহল দেবে মহিলা পুলিশকর্মীদের ‘উইনার্স’ টিম।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘বড়দিন থেকে শুরু করে ইংরেজি নতুন বছর, অসংখ্য পর্যটক দিঘায় আসেন। তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশি ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। মহিলা পর্যটকদের সমস্যা সমাধানে উইনার্স টিম তৈরি করা হয়েছে। প্রতিটি বাইকে দুজন মহিলা থাকবেন। তাঁরা দিঘার সমুদ্র পাড়ে টহল দেবেন। মহিলারা তাঁদের সমস্যার কথা মহিলাদেরই সব থেকে ভাল বলতে পারেন। সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

পুলিশের এই উদ্যোগে খুশি পর্যটকরা

পুলিশের এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি দিঘার পর্যটকরা। রনিতা রায় নাম এক মহিলা পর্যটক বলেন, ‘বাংলার অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা। প্রত্যেক বছর বহু পর্যটক এখানে বেড়াতে আসেন। মহিলা পর্যটকরা বেশকিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তা পুরুষ পুলিশকর্মীদের বলতে সংকোচ বোধ হয়। মহিলা পুলিশ থাকলে সহজেই তাঁদের সমস্যার কথা বলা যায়। ফলে পুলিশের এই ধরনের পরিষেবায় আমরা ভীষণ খুশি।’

দিঘা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রায় সারা বছরই এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করতে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সমুদ্র প্রমোদতরী চালুর উদ্যোগ নিয়েছে দিঘা-শংকরপুর ডেভেলপমেন্ট অথোরিটি। মেরিন ড্রাইভ হকারমুক্ত করতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশের তরফে। এছাড়া দিঘার বিচের সামনে তৈরি করা হয়েছে একাধিক পার্ক। তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *