এই সময়, বর্ধমান: শুরু হলো বর্ধমান উৎসব ২০২৩। বর্ধমান পুরসভা পরিচালিত এই উৎসব ময়দানে মেলা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। শনিবার বিকালে মেলার উদ্বোধন করেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
এদিন উদ্বোধনের আগে শহরের বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। তাতে পা মেলান চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস সহ অনেকেই। উৎসব নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘নিন্দুকেরা মেলা নিয়ে নানা মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন মেলা আয়োজনে উৎসাহ দেওয়া হচ্ছে। এর ফলে অসংখ্য মানুষ রোজগারের পথ দেখছেন। বহু গুণী শিল্পী এই মঞ্চে অনুষ্ঠান করবেন। এই ধরনের সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। সমাজের দরিদ্র থেকে বিত্তবান, সকলে ভেদাভেদ ভুলে এই ধরনের উৎসবে অংশ নেবেন।’
এদিন উদ্বোধনের আগে শহরের বিভিন্ন স্কুল পড়ুয়াদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বার হয়। তাতে পা মেলান চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিধায়ক খোকন দাস সহ অনেকেই। উৎসব নিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘নিন্দুকেরা মেলা নিয়ে নানা মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন মেলা আয়োজনে উৎসাহ দেওয়া হচ্ছে। এর ফলে অসংখ্য মানুষ রোজগারের পথ দেখছেন। বহু গুণী শিল্পী এই মঞ্চে অনুষ্ঠান করবেন। এই ধরনের সংস্কৃতি চর্চার প্রয়োজন রয়েছে। সমাজের দরিদ্র থেকে বিত্তবান, সকলে ভেদাভেদ ভুলে এই ধরনের উৎসবে অংশ নেবেন।’
এদিনের অনুষ্ঠানে উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, বীরভূমের সাংসদ শতাব্দী রায়। চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, ‘এই মেলার জন্য শহর বর্ধমানের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন। এখানে শুধু ক্রেতা বিক্রেতার ভিড় হয় না, এখানে মানুষের সঙ্গে মানুষের মিলন হয়। এটা শহরের মানুষের প্রাণের মেলা।’