জানা গিয়েছিল, এদিন রানওয়েতে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার। রবিবার সকালে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর ও নিউ টাউন সংলগ্ন অঞ্চল। সকাল ৬টার সময় কলকাতা বিমানবন্দরের দৃশ্যমান নেমে যায় ৫০ মিটারে। এরপর সাড়ে ছটা নাগাদ এই দৃশ্যমানতা আরো কমে ২৫ মিটারে পৌঁছয়। এর ফলে কলকাতা বিমানবন্দরে ব্যাহত হয় বিমান চলাচল। বেশ কয়েকটি বিমান ছাড়তে না পেরে আটকে থাকে কলকাতা বিমানবন্দরে।
পাশাপাশি নিউ টাউন এবং কলকাতা বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকার কারণে, যানবাহন চলাচলের ক্ষেত্রেও যথেষ্ট অসুবিধের সৃষ্টি হয়। কুয়াশা ঘেরা পরিবেশের উন্নতি হলে পরে চালু করা হয় বিমান পরিষেবা। এক যাত্রীর কথায়, আমাদের সকাল ছয়টায় ফ্লাইট ছিল। অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। কিন্তু বিমান ছাড়তে দেরি হচ্ছে। আমাদের কিছুটা সমস্যায় পড়তে হল।
আরেক যাত্রী জানান, আমার এক আত্মীয় আসার কথা রয়েছে। তাঁর সাড়ে সাতটায় কলকাতায় নামার কথা ছিল। কিন্তু অনেকক্ষণ ধরে বিমান নামতে দেরি হচ্ছে। এখন হঠাৎ করে জানলাম বিমান কটকে নামানো হচ্ছে। অনেক ফ্লাইট নামতে দেরি হচ্ছে। জানি না, কখন পরিষেবা স্বাভাবিক হবে।
কলকাতা এয়ারপোর্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দিকে ঘন কুয়াশায় ঢেকেছিল রানওয়ে। সকাল সাতটার পর পরিস্থিতি আরও খারাপ হয়। কুয়াশার কারণে দৃশ্যমানতা আরও কমতে থাকে। যে কারণে বিমানবন্দর থেকে বিভিন্ন জায়গায় ফ্লাইট ছাড়তে দেরি হয়। পাশাপাশি, বিমানবন্দরে বিমান অবতরণ করার ক্ষেত্রেও বিপত্তি ঘটে। একাধিক ফ্লাইট কলকাতায় পৌঁছতে দেরি করে। কিছু বিমান অবতরণ না করে মাঝ আকাশে চক্কর কাটে। এই মরশুমে আজ প্রথম এইরকম বিমান পরিষেবা ব্যাহত হল বলে কলকাতা এয়ারপোর্ট অথরিটির তরফে জানানো হয়েছে।