Sangeet Mela 2023: বড়দিনের শহরে সূচনা সঙ্গীত মেলার – kolkata sangeet mela starts from 25 december


এই সময়: বড়দিনে শুরু হচ্ছে এবারের সঙ্গীত মেলা। ২৫ ডিসেম্বর থেকে চলবে ১ জানুয়ারি পর্যন্ত। মোট ১১টি মঞ্চে চলবে অনুষ্ঠান। তথ্য ও সংস্কৃতিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ হাজারেরও বেশি সঙ্গীতশিল্পী ও যন্ত্রশিল্পী অংশগ্রহণ করবেন সঙ্গীত মেলায়। কলকাতা ছাড়াও বিভিন্ন জেলার শিল্পীরাও অংশগ্রহণ করবেন।

রাজ্য সরকার আয়োজিত বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সব জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করবেন।

রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, মহাজাতি সদন, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, ঋষি অরবিন্দ পার্ক (নেতাজF নগর), মুকুন্দপুর ফুটবল মাঠ, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্তমঞ্চ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে আট দিন ধরে চলবে অনুষ্ঠান। দেশপ্রিয় পার্কে খ্যাতনামা বাংলা ব্যান্ডের পাশাপাশি নবীন বাংলা ব্যান্ডগুলিও অনুষ্ঠানের সুযোগ পাবে।

গগনেন্দ্র প্রদর্শশালায় চলবে ‘বাংলার আদিবাসী হস্তশিল্প’ শীর্ষক একটি প্রদর্শনী। রবীন্দ্রসদন-নন্দন প্রাঙ্গণে অস্থায়ী স্টল তৈরি করে সঙ্গীত-বিষয়ক বই, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকছে। থাকবে খাবারের স্টলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *