Suvendu Adhikari : ‘প্রশ্নপত্র বিক্রি হয়েছে’ টেট নিয়ে বিস্ফোরক শুভেন্দু, ‘ওঁর মাথা খারাপ’ পালটা কুণাল – suvendu adhikari claimed that no one will get job from primary tet 2023


রাজ্যে রবিবার সম্পন্ন হল প্রাইমারি টেট পরীক্ষা। তবে পরীক্ষার মাঝেই প্রশ্নপত্র ফাঁদের অভিযোগ তুলেছে পরীক্ষার্থীদের একাংশ। যদিও, সুষ্ঠুভাবে এই পরীক্ষা সম্পন্ন হলেও এটি আদতে রাজ্যের শাসক দল লোকসভা আগে ‘টাকা তোলার’ জন্য সম্পন্ন করল বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কী বললেন শুভেন্দু?

শুভেন্দু এদিন জানান, তৃণমূল কংগ্রেস সরকার লোকসভা নির্বাচনের আগে ‘টাকা তোলার জন্য’ এবং চাকরি দেওয়ার একটি ‘ললিপপ’ প্রার্থীদের সামনে ঝোলানোর জন্য এই পরীক্ষার ব্যবস্থা করেছে। এই টেট পরীক্ষা থেকে কারও চাকরি হবে না বলে দাবি করেছেন তিনি। তাঁর কথায়, এর আগে ২০১৭ সালে এবং ২০২২ সালে টেট পরীক্ষা নেওয়া হলেও নিয়োগ হয়নি। এবারের ক্ষেত্রেও একই ফল হবে।

এদিন টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। যদিও, কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি, বলে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে শুভেন্দু অধিকারী এদিন জানান, টেট পরীক্ষার ‘সেটিং’ করা হয়েছে। পুলিশ টাকা নিয়ে এটি করেছে। তাঁর দাবি, পরীক্ষার হলে তৃণমূলের নেতা – মন্ত্রীদের ছেলেদের মোবাইল ফোন নিয়ে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।

WB TET Exam 2023 : রবিবার ২০২৩-এর টেট! চাকরির আশা দুরাশা বলেই মনে করছেন পরীক্ষার্থীরা

পালটা দিলেন কুণাল

শুভেন্দু অধিকারীর দাবি নস্যাৎ করেন রাজ্য তৃণমূল সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ ওঁর মাথাটা পুরোদস্তুর খারাপ হয়ে গিয়েছে।’ তিনি জানান, যে কোনও পরীক্ষায় একটি নির্ধারিত ফি থাকে। সেই নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীদের কাছ থেকে সেই ফি নেওয়া হয়। সব রাজ্যের পরীক্ষাতেই এরকম ব্যবস্থা থাকে। এটা প্রশাসন বলতে পারবে, এর মধ্যে লুকোচুরির কোনও বিষয় নেই।

Primary TET 2023 Question : টেটের প্রশ্নফাঁসের অভিযোগ! হতাশ পরীক্ষার্থীরা, মুখ খুলল পর্ষদ
প্রশ্নপত্র নিয়ে সমস্যা?

রবিবার পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সোশাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ভাইরাল হয়ে যায়। বলা হয় সেটা চলতি পরীক্ষার প্রশ্নপত্রের একটি নির্দিষ্ট সেট। মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরীক্ষার্থীদের মধ্যে থেকেই একাংশ দাবি করেছেন, টেটের প্রশ্নপত্রের A সেটের সঙ্গে ওই প্রশ্নপত্রের মিল রয়েছে। বিষয়টি নিয়েও তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, কিছু বিজেপি এবং সিপিএমের লোকের এটা ষড়যন্ত্র হতে পারে। এটা রাজ্যকে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে মত তাঁর। যদিও প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনও বিষয় নেই বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *