জমজমাট বড়দিনের দিঘাসৈকত, ঢল ঝাড়গ্রামেও…।Christmas in Purulia tourists in Ayodhya Hills colourful Christmas


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জমজমাট বড়দিনের দিঘা। বড়দিনের ছুটি মানেই পর্যটকদের ভিড় দিঘা-শংকরপুর-তাজপুর-মন্দারমণির সমুদ্রসৈকতে। বড়দিনকে কেন্দ্র করে আলাদা করে সেজেও উঠেছে সৈকত। পর্যটকেরা আসছেন। তবে যাঁরা রাত্রিবাসের ইচ্ছে নিয়ে আসতে পারেননি, বা জায়গা পাননি, তঁরা বড়দিনের ছুটির আনন্দ উপভোগ করতে ঝাউ-জঙ্গলে পিকনিকের আনন্দে মেতে উঠছেন।

আরও পড়ুন: Purulia: লাল মাটির পুরুলিয়ায় লেগেছে ক্রিসমাসের নানা রং! পর্যটনে মাতাল পাহাড়…

আজ, বড়দিনে লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছে দিঘা সৈকতে। এই ভিড়কে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি পুলিস নিয়োগ করা হয়েছে। সেই সঙ্গে স্নানের জন্য নির্দিষ্ট জায়গাগুলিতে ওয়াচটাওয়ার থেকে চলছে নজরদারি। সাদা পোশাকের পুলিসও নিয়োগ করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে।

এদিকে ২৫ ডিসম্বরে সকাল থেকেই ফেস্টিভ মুডে ঝাড়গ্রাম। অরণ্যময় জেলায় ঢল পিকনিক পার্টির। ভোর ভোর জঙ্গলে, নদীর পারে, ঝিলের ধারে, অসংখ্য পর্যটক ভিড় জমাচ্ছেন। রান্নার সামগ্রী নিয়ে বিভিন্ন জায়গা দখল করে শুরু হয়ে গিয়েছে পিকনিক। ছোট ছোট দলে কচিকাঁচা থেকে সব বয়সের মানুষ সারাদিন হইহই করে দিন কাটাচ্ছেন। 

আরও পড়ুন: Christmas: বাংলা জুড়ে রঙিন ক্রিসমাসের উষ্ণতা পোহাচ্ছেন ঘর-ছাড়া মানুষ…

গতবারের ভিড় ছাপিয়ে এবছর ডিয়ারপার্ক লোক আসবে– এমনটাই মনে করছেন জুওলজিকাল পার্কের রেঞ্জার অতুলপ্রসাদ দে। ঘন শাল জঙ্গলের মাঝে নতুন বেশ কিছু অতিথিদের দেখতে ভিড় বাড়বে বলে মনে করছেন রেঞ্জার। বেলপাহাড়ির মতো জায়গায় ট্যুরিস্ট সমাগম হলেও, বাইরে থেকে আসা পিকনিক পার্টির ভিড় অনেক কম। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, গত ২৩ তারিখ মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল বেলপাহাড়ি এবং লালগড় ব্লকে। তার পর যেন জনজীবন কিছুটা থমকে গিয়েছে এখানে। তবে জেলার বাকি অংশে যথারীতি আজকের দিনটা উদযাপনে মেতে উঠেছেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম শহরজুড়ে লাগানো হয়েছে রং বেরঙের আলো। সান্টারা ঘুরে বেড়চ্ছেন। সব মিলিয়ে ফেস্টিভ মুডে গোটা ঝাড়গ্রাম।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *