Bishnupur Mela 2023 : ঘরে বসেই দেখুন ফসিলস-এর Live অনুষ্ঠান, জমজমাট বিষ্ণুপুর মেলা থেকে সরাসরি – fossils live concert programme gathered crowd at bishnupur mela ground


বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর মেলা জমজমাট। প্রতিদিনই বাংলার খ্যাতনামা শিল্পীরা মেলার মঞ্চ মাতিয়ে তুলছেন। সোমবার রয়েছে বিশেষ চমক। এদিন বাংলার বিখ্যাত ব্যান্ড ফসলিস হাজির মেলায়। তাঁদের গানে জমজমাট বিষ্ণুপুর মেলা।

সোমবার সন্ধ্যায় যদুভট্ট মঞ্চে হাজির ফসিলস। খ্যাতনামা গায়ক রুপম ইসলামের গানের মূর্ছনায় মেতেছেন সকলে। মনমোহিনী সঙ্গীত অনুষ্ঠানে জন্য বিখ্যাত এই বিষ্ণুপুর মেলা। এবারের বিষ্ণুপুর মেলায় অংশগ্রহণ করছেন। সঙ্গীতের অনুষ্ঠানে কে নেই এবারের মেলায়। সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী থেকে কার্তিক দাস বাউল। ভায়োলিন ব্রাদার্স থেকে শুরু করে মুম্বাইয়ের শিল্পী পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল, দোহার-এর অনুষ্ঠান রয়েছে এবারের মেলায়।

ফসিলস লাইভ প্রোগ্রাম লিঙ্ক


এবার বিষ্ণুপুর মেলার বাড়তি পাওনা রয়েছে সবলা মেলা ও নাটক ও যাত্রা উৎসব। বাঁকুড়ার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের অন্যান্য জেলার হস্তশিল্পীরা এবার মেলায় নিয়ে হাজির হয়েছেন। এবারের বিষ্ণুপুর মেলায় মোট ৫০০-র বেশী স্টল রয়েছে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। তার মধ্যে ২০০টি স্টল বিভিন্ন দফতরের রয়েছে বলে জানা গিয়েছে।

তবে মেলায় এবারে পুলিশি প্রহরা ছিল চোখে পড়ার মতো। সোমবার ফসিলস ব্যান্ডের সঙ্গীত অনুষ্ঠানের জন্য বাড়তি পুলিশ দেওয়া হয়েছে। সঙ্গীত অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হয়েছে। এবারের মেলায় সিভিক ভল্যান্টিয়ার সহ ৫০০ জন পুলিশ কর্মী মেলায় নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। এছাড়াও দর্শকদের নিরাপত্তার কারণে ৭০ টির বেশী ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোন নজরদারির রয়েছে। এছড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে সাদা পোশাকের পুলিশ কর্মীও রয়েছেন। সব মিলিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

IAS Officer : প্রশাসনিক ব্যস্ততার মাঝেও শখ সংগীত চর্চা, বিষ্ণুপুর মেলার মঞ্চ মাতালেন মহকুমা শাসক
গত বৃহস্পতিবার বিষ্ণুপুর মেলার উদ্বোধন করা হয়। এবারের ৩৬তম মেলা। মেলা চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। মেলায় হস্তশিল্পের সম্ভারের পাশাপশি রয়েছে আরও আকর্ষণ। সঙ্গীত অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে ফটোগ্রাফি প্রতিযোগিতা, আবৃত্তি পাঠ, নাটক, নৃত্যের অনুষ্ঠান। শুরু থেকেই এবার দর্শকদের ভিড় উপচে পড়েছে মেলা জুড়ে। সোমবার ফসিলস গানের অনুষ্ঠানের কারণে ছিল বাড়তি ভিড়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *