Christmas : বড়দিনে শ্রীরামপুরে নেচে-গেয়ে স্বমহিমায় কল্যাণ, দেখুন ভিডিয়ো – tmc mp kalyan banerjee has enjoyed christmas at hooghly shrirampur church area


উপরাষ্ট্রপতিকে নিয়ে ব্যাঙ্গাত্মক অঙ্গভঙ্গি করায় সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার বড়দিনে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই দেখা অন্য মুডে। শিশুদের সঙ্গে যেমন জিঙ্গল বেলের ছন্দে শরীর দোলালেন তিনি, তেমনই গলা মেলালেন গানের সুরে। একইসঙ্গে কচিকাঁচাদের মধ্যে বিতরণ করেন লজেন্স।

বড়দিনের সকালে শ্রীরামপুর চার্চে যান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করেন চার্চের ফাদারের সঙ্গে। পাশাপাশি চার্চের সামনে তিনি মিলিত হন এলাকার ছোট ছোট শিশুদের সঙ্গে। বড়দিন উপলক্ষে সেই সব শিশুদের হাতে লজেন্স তুলে দেন তিনি। পাশাপাশি এদিন একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয় ওই জায়গায়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাজকুমার রায়। উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিন জিঙ্গল বেলের সুরে কচিকাচাদের সঙ্গে হাত তুলে কার্যত নাচতে দেখা যায় কল্যাণ বন্দ্যোপধ্যায়কে। একইসঙ্গে মঞ্চে যখন শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন, ঠিক সেই সময় মাইক্রোফোন হাতে ‘বাংলার মাটি বাংলার জল’ বা ‘আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে’র মতো গানে গলাও মেলান শ্রীরামপুরের সাংসদ।

উপরাষ্ট্রপতিকে ব্যাঙ্গ করায় বিতর্ক
প্রসঙ্গত, সম্প্রতি দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ব্য়াঙ্গ করায় রীতমতো বিতর্ক শুরু হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। দিন কয়েক আগে রাজধানীতে সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন বিরোধী সাংসদরা। অভিযোগ, সেই সময় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অঙ্গভঙ্গি করে ব্যাঙ্গ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর কল্যাণের সেই অঙ্গভঙ্গি নিজের মোবাইলে রেকর্ড করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। পরিবর্তীতে সেই ভিডিয়োকে ঘিরেই শুরু হয় তুমুল বিতর্ক।

মোদীর সঙ্গে কথা হয় ধনখড়ের
এই ঘটনায় ধনখড়ের বিরুদ্ধে সরব হয় বিজেপি। জগদীপ ধনখড়ের সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে ওই ঘটনার বিষয়ে কথা বলেন মোদী। ধনখড় জানান, কল্যাণের ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর তাঁকে ফোন করে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডলে ধনখড় লেখেন, ‘তিনি (মোদী) আমাকে বলেছেন, তিনি ২০ বছর ধরে এই ধরনের অপমান সয়েছেন।’

প্রতিক্রিয়া জানান রাষ্ট্রপতিও
অন্যদিকে ধনখড়কে কল্যাণের নকল করার ঘটনায় দুঃখপ্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সংসদ চত্বরে আমাদের শ্রদ্ধেয় উপরাষ্ট্রপতিকে যে ভাবে অপমান করা হয়েছে, তা দেখে আমি হতাশ।’ রাষ্ট্রপতি আরও লেখেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। তবে তাঁদের অভিব্যক্তি মর্যাদা এবং সৌজন্যের নিয়মের মধ্যে হওয়া উচিত। যে সংসদীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত ও যা ভারতের জনগণ আশা করে, সেটি বজায় থাকা উচিত।’

Kalyan Banerjee VS Jagdeep Dhankhar : ‘মিমিক্রি একটা শিল্প’, ধনখড়কে নকলকাণ্ডে মুখ খুললেন কল্যাণ
পালটা সাফাই দেন কল্যাণ
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কল্যাণের সাফাই, ‘কাউকে ব্য়ক্তিগত ভাবে আঘাত করার লক্ষ্য আমার ছিল না। কোনও মানুষকে নকল করাও একটি শিল্প। উপরাষ্ট্রপতিকে আমি যথেষ্টই শ্রদ্ধা করি। তিনি আমার থেকে সিনিয়র।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *