মেট্রোর আজকের সময়সীমা
মেট্রোর তরফে জানানো হয়েছে বড়দিনে মেট্রো উত্তর-দক্ষিণ করিডোর অর্থাৎ ব্লু লাইনে মিলবে মোট ১৯৪টি পরিষেবা। এদিন শেষ মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে ছাড়বে রাত্রি ১১টা ১০ মিনিটে। আর দক্ষিণেশ্বর স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত্রি ১০টা ৫৮ মিনিটে। সেক্ষেত্রে বলতে গেলে এদিন মধ্যরাত পর্যন্তই মেট্রোর উত্তর-দক্ষিণ করিডোরে পরিষেবা পাওয়া যাবে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর-দক্ষিণ করিডোরে ২ লক্ষ ৯৮ হাজারেরও বেশি মানুষ যাতায়াত করেছেন।

মেট্রোর সময় সূচি
অতীতেও মিলেছে বিশেষ পরিষেবা
প্রসঙ্গত, শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে আরও ভালো পরিষেবা দিতে সারছরই তৎপর মেট্রোরেল কর্তৃপক্ষ। শুধু মাত্র বড়দিনই নয়, দুর্গাপুজো বা অন্যান্য উৎসব, এমনকী বিশেষ ম্যাচ থাকলেও মেট্রোর তরফে স্পেশ্যাল সার্ভিস ঘোষণা করা হয়। দুর্গাপুজোর সময় তো সারারাত ধরে মেট্রো পরিষেবা দেওয়া হয় মানুষকে। এখানেই শেষ নয়, পুজোর আগে শপিংয়ে যাতে মানুষের সুবিধা হয়, তার জন্যও বিশেষ পরিষেবা দেওয়া হয় যাত্রীদের।
এদিকে নর্থ-সাউথ, ইস্ট-ওয়েস্ট ও জোকা-তারাতলা করিডোর ছাড়া শহরে আরও বেশকিছু রুটেও মেট্রোর কাজ চলছে। যেমন একদিকে চলছে তারাতলার পর থেকে মেট্রো সম্প্রসারণের কাজ, অন্যদিকে নিউ গড়িয়া-বিমাননদর রুটেও চলছে মেট্রো প্রকল্পের কাজ। ওই রুটগুলিতে দ্রুততার সঙ্গে কাজ চলছে। প্রকল্প সম্পন্ন হলে প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। এরই মাঝে বড়দিনে মধ্যরাত পর্যন্ত পরিষেবা ঘোষণা করল মেট্রো। এর ফলে মানুষ নিশ্চিন্তে পার্টি সেরে বাড়ি ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে।