WB Government Job: নতুন করে তৈরি অতিরিক্ত পদ! রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির জন্য সুবর্ণ সুযোগ – west bengal government creates new post for secretary department here is the update about promotion


সচিবালয়ের কর্মীদের জন্য বড়দিনের আগেই সুখবর! অতিরিক্ত পদ সৃষ্টি করা হয়েছে। এর ফলে তাঁদের পদোন্নতির সুযোগও বাড়ল। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সচিবালয়ে অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। আর এক ফলেই আশার আলো দেখছেন সরকারি কর্মীদের একাংশ।

কতগুলি নতুন পদ তৈরি করা হয়েছে?
এই বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, ওএসডি এবং অন্যান্য ক্ষেত্রে মোট ৯২টি পদ তৈরি করা হয়েছে। এছাড়াও সহ সচিব হিসেবে ৩৮টি, উপ সচিব হিসেবে ৩৬টি অতিরিক্ত পদ তৈরি হয়েছে। পাশাপাশি যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও আরও ১০টি শূন্যপদ তৈরি করা হয়েছে।

কী ভাবে এই শূন্যপদগুলিতে নিয়োগ সম্ভব?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই শূন্যপদগুলিতে কী ভাবে নিয়োগ করা করা হবে? এর ফলে একটা ব্যাপক শূন্যপদে নিয়োগ হতে চলেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা কী ভাবে পূরণ করা হবে? জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের মধ্যে যাঁরা সেক্রেটারিয়েট সার্ভিসে কর্মরত তাঁদের পদোন্নতি করা হবে এবং তাঁদের পদোন্নতির মাধ্যমেই এই শূন্যপদগুলি পূরণ করা হবে।

উল্লেখ্য, এই প্রথম সেক্রেটারিয়েট সার্ভিসের ক্ষেত্রে শূন্যপদের ঘোষণা করা হয়েছে। এর আগে যুগ্ম সচিব হিসেবে পদ ছিল ২০টি। তা বাড়িয়ে করা হয়েছে ৩০টি।

এক্ষেত্রে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কোনও কর্মী লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগ দেন কাজে। তাঁরা এ যাবৎ প্রোমোশন পেয়ে সর্বাধিক যুগ্ম সচিব হতে পারতেন। কিন্তু, এই ঘোষণার পর তাঁরা অতিরিক্ত সচিবও হতে পারবেন। এই একাধিক শূন্যপদ তৈরি হওয়ার ফলে সেক্রেটারিয়েটে কর্মীদের পদোন্নতির সুযোগ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে।

বড়দিনের আগে উপহার
ইতিমধ্যেই বড়দিনের আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য উপহার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্য সরকারি কর্মীদের জন্য চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবেই তাঁর এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ খুশি। যদিও কেন্দ্রীয় হারে DA-র দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ।

তাঁদের কথায়, আইনি লড়াই চলবে। একইসঙ্গে তাঁদের আরও ঘোষণা, আন্দোলনও দিন দিন আরও তীব্র থেকে তীব্রতর হবে। উল্লেখ্য, রাজ্য সরকারি কর্মীদের DA ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তা ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *