Barrackpore Trunk Road : ৮৮ কোটি খরচ, বদলে যাবে BT Road! মঙ্গল থেকে শুরু হচ্ছে কাজ – bt road restoration work by west bengal pwd department going to start today


শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ রাস্তাগুলির মধ্যে অন্যতম ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোড। দুর্গাপুজোর আগে থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। বড়দিন মিটতেই বিটি রোড মেরামতির কাজ শুরু হবে, সেকথা আগেই জানা গিয়েছিল। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বিটি রোড সম্প্রসারণ ও সংস্কারের কাজ। পূর্ত দফতর সূত্রে, এমনটাই জানা গিয়েছে।

বিটি রোডের আমূল সংস্কার

বড়দিন মিটতেই মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিটি রোড আমূল সংস্কারের কাজ। দুর্গাপুজোর আগে থেকেই যাবতীয় প্রস্তুতি শুরু করেছিল প্রশাসন। সেই মতো দখলদারদের সরে যাওয়ার নোটিশ দেওয়া হয়। বেদখল হয়ে যাওয়া বেশ কিছু ফুটপাথ দখলমুক্ত করা হয়। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কার ও সম্প্রসারণে ৮৮ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

কলকাতার সঙ্গে শহরতলির যোগযোগের অন্যতম প্রধান রাস্তা বিটি রোড। উত্তর ২৪ পরগনা, নদিয়া, হুগলি ও হাওড়ার বিভিন্ন অংশের মানুষের কাছে কলকাতার ‘গেটওয়ে’ বিটি রোড। ঠিকাদার সংস্থা মঙ্গলবার থেকে কাজ শুরু করবে বলে জানা গিয়েছে।

কোন কোন এলাকায় সংস্কার?

শ্যামবাজার থেকে ব্যারাকপুর অবধি প্রসারিত বিটি রোডের একাধিক স্ট্রেচ সংস্কার ও সংরক্ষণ করা হবে বলে জানা গিয়েছে। পূর্ত দফতর সূত্রে খবর, সোদপুর ট্রাফিক মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় অবধি ৭.৩ কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হবে। চার লেনের রাস্তাকে ছয় লেনের রাস্তায় সম্প্রসারিত করা হবে।

অন্যদিকে টালা ব্রিজ থেকে সোদপুর অবধি ১১ কিলোমিটার স্ট্রেচের রাস্তার বিভিন্ন অংশ মেরামত করা হবে বলে জানা গিয়েছে। এই রাস্তা আগের তুলনায় উঁচু ও মজবুত করা হবে। দুই লেনের মাঝে বসানো হবে লোহার রেলিং। পূর্ত দফতর কর্তাদের দাবি, সংস্কারের কাজ শেষ হওয়ার পর বিটি রোডের গোটা ছবিটাই বদলে যাবে। একদিকে যেমন বিটি রোডের যানবাহন চলাচলের গতি বাড়বে, তেমন যানজট ও জল জমার সমস্যাও কমবে। উল্লেখ্য, দখলমুক্ত করার পর সার্ভিস রোড ধরে ডানলপ-ব্যারাকপুর রুটের অটো চলাচল করতে শুরু করেছে।

বিটি রোড সম্প্রসারণ নিয়ে পূর্তমন্ত্রী পুলক রায় সংবাদমাধ্যমকে বলেন, ‘মুখ্যমন্ত্রী উদ্যোগে আর্থিক সংকটের মধ্যও বিটি রোড সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু করা হবে। এই রাস্তা সম্প্রসারণ ও সংস্কার শেষ হলে মানুষের অনেকটাই সুবিধা হবে। মোট ৮৮ কোটি টাকা খরচ হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *