Glenarys : মাথায় ভেঙে পড়ল আকাশ, বড়সড় ‘ক্ষতি’ গ্লেনারিজের – glenarys ex owner john boniface edward father of ajay edward passed away


প্রয়াত হলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডের পিতা জন বনিফেস এডওয়ার্ড। দার্জিলিং – এর বিখ্যাত রেস্তোরাঁ ‘গ্লেনারিজ’-এর কর্ণধার ছিলেন জন বনিফেস এডওয়ার্ড। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এডওয়ার্ড পরিবার। শোকাচ্ছন্ন ‘গ্লেনারিজ’-এর কর্মী, অংশীদাররা।

বাড়িতে মৃত্যু বনিফেস এডওয়ার্ডের

জানা গিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৫৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ আমল থেকে প্রসিদ্ধ দার্জিলিংয়ের অন্যতম সেরা ক্যাফে ও বেকারি হল গ্লেনারিজ। গ্লেনারিজের কর্ণধারের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমে এসেছে গোটা পাহাড় জুড়ে।

কী জানালেন পুত্র অজয়

পিতার মৃত্যুতে এদিন সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা করতে দেখা যায় তাঁর পুত্র বর্তমান গ্লেনারিজ-এর মালিক অজয় এডওয়ার্ডকে। তিনি জানান, উনি আমাদের সকলের জন্য গতকাল মেনু সহ পুরো পরিবারের সঙ্গে একটি ক্রিসমাস গেট টুগেদারের আয়োজন করেছিলেন। আমাদের পরিবারে তাঁর জীবনকে উপহার দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তিনি স্বর্গলাভ করুন কামনা করি।


ভেঙে পড়েছে গোটা গ্লেনারিজ পরিবার। তাঁদের তরফে একটি শোকবার্তায় জানানো হয়েছে, তাঁর সীমাহীন উদারতা এবং অটল মানসিকতার জন্য তাঁকে যারা জানত তাঁদের সকলের জীবনকে আলোকিত করেছিল। সহানুভূতিশীল এবং উদার পরম্পরা তিনি রেখে গেলেন আমাদের জন্য। তাঁর স্মৃতি আমাদের হৃদয়ে খোদাই করা থাকবে। তিনি একজন পথপ্রদর্শক আলো যা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

Sayantika Banerjee : দার্জিলিঙের পর রোপওয়ে পাচ্ছে রাজ্যের আরও এক পর্যটনস্থল, খুশি পর্যটকরা
প্রসঙ্গত, গত কয়েক দশকের দার্জিলিংয়ের ঐতিহ্য পরম্পরার সঙ্গে জড়িয়ে গিয়েছে গ্লেনারিজ-এর নাম। প্রতিদিন হাজার হাজার পর্যটক দার্জিলিং বেড়াতে এলে একবার গ্লেনারিজ গিয়ে খানা-পিনা করে আসেন। গ্লেনারিজ-এর কেক, পেস্ট্রির স্বাদের সমাদর করেন সকলেই। বিখ্যাত এই ক্যাফের পরম্পরা এবং গ্রহণযোগ্যতা বজায় রেখে দায়িত্ব সামলে এসেছেন জন বনিফেস এডওয়ার্ড। তাঁর সুযোগ্য পুত্র বর্তমান সেই দায়িত্ব সামলাচ্ছেন। পাশাপাশি, তাঁর পুত্র কয়েক বছর আগেই হামরো পার্টি নির্মাণ করে দার্জিলিংয়ে নতুন ধারার রাজনীতির প্রবর্তন ঘটিয়েছেন। স্বাভাবিকভাবেই, জন বনিফেস এডওয়ার্ড – এর মৃত্যুতে গোটা পাহাড় জুড়েই নেমে এসেছে শোকের ছায়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *