JN 1 COVID Variant : বর্ষবরণের আগে রাজ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কত? জানুন আপডেট – jn 1 covid variant cases in west bengal update by health department


নববর্ষ বরণের আর মাত্র ৫ দিন। কাউন্ট ডাউন শুরু! এর মাঝেই দেশের একাধিক রাজ্যে করোনা ভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট নিয়ে শুরু হয়েছে উদ্বেগ। রাজ্যগুলিকে ইতিমধ্যে বিশেষ বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। তার মাঝেই বাংলাতেও পাওয়া গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন ভ্যারিয়েন্ট রাজ্যকে কতোটা ভোগাচ্ছে? দেখে নেওয়া যাক চিত্রটা।

স্বাস্থ্য মন্ত্রক কী জানাচ্ছে?

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ২৬ ডিসেম্বরের ডেটা বলছে, রাজ্যে এখনও পর্যন্ত মোট ১২ জন করোনা আক্রান্ত রয়েছেন। গতদিনের তুলনায় ৫ জন আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এই নতুন জেএন ওয়ান ভ্যারিয়েন্ট এর মারণ ক্ষমতা কম। স্বস্তির খবর, এখনও পর্যন্ত রাজ্য থেকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর নেই।

দেশে চিত্রটা কেমন?

গোটা দেশে শেষ আপডেট পাওয়া পর্যন্ত মোট ৪১৭০ জন করোনা আক্রান্ত রয়েছেন। যার মধ্যে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা অনেকটা বেশি। গত দিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১৬টি। কেরল থেকে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ডিসেম্বরের শুরু থেকেই জেএন ওয়ান নামে নতুন একটি করোনা ভাইরাসের ভ্যারিয়েন্ট এর প্রাদুর্ভাব দেখা যায়। বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে বাড়তে শুরু করেছে এই নতুন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা। যে কারণে কিছুদিন আগেই দেশের স্বাস্থ্য মন্ত্রক একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। বৈঠকের পরেই সংশ্লিষ্ট রাজ্য গুলিকে নতুন ভ্যারিয়েন্ট-এর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়।

Covid 19: জেএন১-এর নয়া আতঙ্ক বিশ্বজুড়ে, কেন ডিসেম্বরেই বারবার চোখ রাঙায় করোনা?
যদিও, চিকিৎসক মহল জানিয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট উপসর্গ সেরকমভাবে বোঝা যাচ্ছে না। তবে এই ভ্যারিয়েন্ট আক্রান্ত হলে রোগীর শরীরে ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে, বমি হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও, এই নতুন ভ্যারিয়েন্ট প্রাণঘাতী নয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা। সেই কারণেই জন সাধারণ বিশাল আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। আর কিছুদিন পরেই বর্ষ বরণের আনন্দের মেতে উঠবেন সকলেই। এমনিতেই বড়দিনের পর থেকে উৎসব আমেজে চলে গিয়েছেন অনেকেই। তার মাঝেও করোনার এই নতুন কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *