Local Train : আসানসোলে বিদ্যুতের খুঁটি বেঁকে বিপত্তি, ডাউন লাইনে দেড় ঘণ্টার বেশি ট্রেন চলাচল ব্যাহত – asansol to howrah train route disrupted bikaner howrah express is late then its usual time


বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত, প্রায় দেড় ঘণ্টা ব্যাহত ট্রেন চলাচল। জানা গিয়েছে, আসানসোল রেলওয়ে স্টেশনের কাছে একটি বৈদ্যুতিন খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর কারণে মঙ্গলবার প্রায় দেড় ঘণ্টা ব্যাহত হয় ট্রেন চলাচল। স্বাভাবিকভাবেই যাত্রীপরিষেবা এই সময় বিঘ্নিত হয়। দিল্লি-হাওড়া লাইন এমনিতেও অত্যন্ত ব্যস্ত। স্বাভাবিকভাবেই হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। মঙ্গলবার সকাল ৭টা ২০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে।

ঠিক কী হয়েছিল?
রেলওয়ের তরফে অনুমান করা হচ্ছে, কোনও মালগাড়ির দরজা খোলা থাকায় তা পিলারের সঙ্গে ধাক্কা লাগে এবং তা ক্ষতিগ্রস্ত হয়। পিলারের ক্ষতির কারণে ওএইচই ভেঙে যায়। আর এর ফলেই ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডিআর স্লো লাইন থেকে ট্রেন চলাচল করা হচ্ছে। ৯টার পর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। ধীর গতিতে কয়েকটি ট্রেন ইতিমধ্যেই যাত্রীদের নিয়ে হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছে।

জানা যায়, এদিন ডাউন লাইন ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু, বিপদের ইঙ্গিত পেয়ে তড়িঘড়ি ট্রেনটি থামিয়ে দেন গাড়ির চালক। খবর দেওয়া হয় রেলে।

দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী রেল
এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের একটি টিম। ওএইচইকে স্বাভাবিক করতে যুদ্ধকালীন কাজ করা হয়। রেল কর্মীদের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর জেরে আসানসোল স্টেশনে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়েছিল বিকানের হাওড়া সুপারফাস্ট। সকাল প্রায় ৮ থেকে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল ব্যহত ছিল। খুঁটি মেরামতির পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Jharkhand Maoist Blow : মাওবাদীদের বিস্ফোরণে উড়ল ট্রেনলাইন! বিপর্যস্ত হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল
ঠিক কী জানানো হচ্ছে রেলের তরফে?
এই প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, এই ঘটনাটি সকাল ৭টা ২০ মিনিট নাগাদ ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় রেল মেরামতির কাজ শুরু করে। পাশের লাইন ধরে ধীর গতিতে ট্রেনগুলিকে হাওড়ার দিকে এগিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, এই ঘটনায় যাত্রীরা হয়রানির মুখে পড়েন। দীর্ঘ সময় এই যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন আটকে থাকে। গন্তব্যে পৌঁছনোর ক্ষেত্রে বিস্তর বিলম্ব হয় যাত্রীদের। ফলে সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তাঁদের কথা মাথায় রেখেই যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঝাঁপিয়ে পড়েন রেল কর্মীরা। দেড় ঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *