Poush Mela Shantiniketan 2023 : ডোকরার দুর্গামূর্তিতে নিপুণ শিল্পকর্মের খোঁজ পৌষমেলায়, দাম শুনে ভিরমি খাবেন – poush mela 2023 shantiniketan dokra durga idol price risen to four and half lakhs


মেলার মাঝেই হাঁটতে হাঁটতে চোখ আটকে গেল এক প্রৌঢ়ের। চোখ পড়েছে এক দুর্গা মূর্তির দিকে। ছেলে-মেয়ে ও বাহনকে নিয়ে মা দুর্গার মূর্তিটি অপূর্ব শিল্পকর্মের সাক্ষ্য বহন করছে। দেখলে চোখ আটকাবেই! একটু এগিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করতেই প্রৌঢ় জানলেন, মূর্তিটি ডোকরার। আরেকটু সাহস নিয়ে এবার জিজ্ঞাসা করলেন, ‘ দাম কত হবে?’ দোকানদার যা দাম বললেন, তাতে ভিরমি খাওয়ার জোগাড় সেই ব্যক্তির।

চলতি বছরে পূর্বস্থলীর মাঠে ফিরে এসেছে শান্তিনিকেতন পৌষ মেলা। পুরনো জায়গায় চেনা ছন্দে জমজমাট মেলা। প্রতিদিনই ভিড় উপচে পড়েছে মেলা প্রাঙ্গণে। এর মাঝেই নিজেদের নিপুণ শিল্পকর্মের সম্ভার নিয়ে হাজির হস্ত শিল্পীরা। মেলার কোণায় কোণায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ বাংলার শিল্পীদের সুদৃশ্য শিল্পকর্মের সম্ভার। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, কোনটা কিনবেন? সিদ্ধান্ত নিতে বেগ পেতে হবে।

কত দাম উঠল মূর্তির?

এর মাঝেই একটি দোকানে বিক্রি হচ্ছে ডোকরার বিভিন্ন মূর্তি। যার মধ্যে রয়েছে গোরুর গাড়ির উপরে উপবিষ্ট এক দুর্গা মূর্তি। যেটির দর উঠেছে প্রায় দেড় লাখ টাকা। সেই দুর্গা মূর্তির বউনি হয়ে গিয়েছে বলে জানান দোকানদার। আরেকটি দোকানে একটি একচালার দুর্গা মূর্তি নিয়ে পৌষ মেলায় শুরু হয়েছে জোর চর্চা। সেই মূর্তিটির দাম চাওয়া হয়েছে সাড়ে চার লাখ টাকা। শিল্পকর্মের দামের জন্যেই এই দর উঠেছে বলে জানান বিক্রেতা।

দেড় লাখি মূর্তি

দেড় লাখি মূর্তি

কেমন সেই দুর্গামূর্তি?

বিক্রেতা জানিয়েছেন, দুর্গা মূর্তিটির উচ্চতা ৪২ ইঞ্চি এবং চওড়ায় সেটি ৪৮ ইঞ্চি। তবে মূর্তিটির দাম নিয়ে ওই বিক্রেতা বলেন, ‘ এখন মেটালের দাম অনেক বেড়ে গিয়েছে। ৫০০ টাকা কিলো মেটালের। এটির ওজন মাপা না হলেও চার পাঁচজন মিলে এটিকে চাগিয়ে তুলতে হবে। এই মূর্তি বানাতে আমাদের চার মাস লেগেছে। আশা করছি, মূর্তিটি বিক্রি হবে।’

Shantiniketan Hotel : পৌষমেলায় শান্তিনিকেতন যাচ্ছেন? পকেট সামলে, কয়েকগুণ বাড়ছে হোটেল-গাড়ি ভাড়া
যদিও বিক্রেতারা জানাচ্ছেন, আগের তুলনায় ক্রেতাদের ভিড় কিছুটা কম। অনেকেই মেলায় ঘুরতে এলেও কেনাকাটা কম করছেন। সেইদিক থেকে দেখলে বিক্রিবাট্টা অনেকটাই কম হচ্ছে। এর দামের মূর্তি আদৌ কেউ কিনবে কিনা সন্দেহ প্রকাশ করেছেন বিক্রেতারা। তবে শিল্পের কদর যিনি দিতে জানেন, তিনি বাড়িতে এই মূর্তি নিয়ে যাবেন বলেই জানিয়েছেন বিক্রেতা। মেলায় ঘুরতে আসা এক দর্শক বলেন, ‘ মূর্তি দেখে আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে। তবে দাম যা শুনলাম, তাতে এই মূর্তি কেনা আমাদের সাধ্যের বাইরে। তাই দেখেই সাধ মিটিয়ে নিলাম।’ এখন সাড়ে চার লাখ টাকার এই দুর্গা মূর্তি কেউ কিনবেন কিনা সেই আশাতেই অপেক্ষায় মূর্তি নির্মাতা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *