West Bengal Police : এক চুটকিতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট! রাজ্যে প্রথম এই জেলায় চালু পরিষেবা – jhargram district police start a new portal to give police clearance certificate


পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য ছুটতে হবে না থানায়। যেতে হবে না পুলিশ সুপারের অফিসে । এবার বাড়িতে বসেই মাত্র কয়েক দিনের মধ্যেই হাতে পাওয়া যাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। রাজ্যের মধ্যে এই প্রথম এমন উদ্যোগ নিল জেলা পুলিশ। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে নিঃসন্দেহে সাধারণ মানুষের সমস্যা দূর করবে।

চালু নয়া পোর্টাল

জেলা পুলিশের উদ্যোগ এবার দ্রুত সমস্যা সমাধান করবে। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পোর্টাল। পোর্টালটির উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন উত্তম ঘোষসহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

জানা গিয়েছে, মেডিক্যাল হোক বা ইঞ্জিনিয়ারিং বা কোনও বড় বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলিংয়ের যোগ দেওয়ার জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এবং নিরাপত্তারক্ষীর চাকরিতে যোগ দেওযার জন্য প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যার জন্য ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষজনকে যাবতীয় নথি নিয়ে স্থানীয় থানায় বা পুলিশ সুপারের অফিসে আবেদন করতে হত। তারপর ট্রেজারিতে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে জমা দিতে হত টাকা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য হাজিরাও দিতে হত পুলিশ সুপারের অফিসের সংশ্লিষ্ট দফতরে। তারপর হাতে পাওয়া যেত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

সার্টিফিকেট পাওয়ার এই দীর্ঘ প্রক্রিয়ার ফলে হয়রানির মুখে পড়তে হয় চাকরিপ্রার্থী থেকে শুরু করে ছাত্রছাত্রীদের। সেই সমস্যা দূরীকরণের জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে চালু করা হয়েছে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পোর্টাল।

পোর্টালে মুশকিল আসান

পোর্টালে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় নথি আপলোড করে দেওয়ার পাশাপাশি অনলাইনে পেমেন্ট করা যাবে। আবেদন করার কয়েক দিনের মধ্যেই ইমেলের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন আবেদনকারী। ফলে ঝক্কি অনেকটাই কমবে।

ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হয়। সিকিউরিটি গার্ড নিয়োগ বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রে আমাদের বিভিন্ন থানাতে এবং এসপি অফিসও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য বহু মানুষ আবেদন করেন । আমাদের মনে হয়েছিল এই প্রক্রিয়ার কারণে মানুষের অনেকটা সময় লেগে যাচ্ছে। তাই আমরা এই অনলাইন সিস্টেম চালু করেছি। অনলাইনের মধ্যে আবেদন করলে আমরা যত দ্রুত সম্ভব তাদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করব’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *