West Bengal Recruitment : ১০০ দিনের কাজে গতি ও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ, নিয়োগের সিদ্ধান্ত নবান্নের – west bengal government will recruit senior engineers for superintending mgnrega scheme


কেন্দ্রের কাছ থেকে ১০০ দিনের প্রকল্পে রাজ্যের প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া। সম্প্রতি বকেয়ার দাবিতে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মাঝেই রাজ্যে একশো দিনের কাজের তদারকিতে বিশেষ পদ সৃষ্টি করতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্পের জন্য বেশ কিছু সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ১০০ দিনের কাজে আরও গতি ও স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

কী জানা যাচ্ছে?

নবান্ন সূত্রে খবর, রাজ্যের পঞ্চায়েত দফতরের তরফে অর্থ দফতরের কাছে সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ারের পদের নিয়োগের ব্যাপারে ছাড়পত্র চাওয়া হয়েছিল। ইতিমধ্যে সেই ছাড়পত্র দিয়েছে অর্থ দফতর বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই এই পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। মূলত, একশো দিনের কাজের প্রকল্পের জন্যেই এই সিনিয়র ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করা হবে বলেই জানা গিয়েছে।

কী তদারকি করবেন?

জানা গিয়েছে, একশো দিনের প্রকল্পের কাজে বেশ কিছু প্রশাসনিক, প্রযুক্তিগত স্তরে কাজ রয়েছে। সেই তদারকি করবেন এই ইঞ্জিনিয়াররা। জেলায় জেলায় এই কাজের টেন্ডার, ডিপআর সহ বড় স্তরের একাধিক কাজ রয়েছে। সেগুলি তদারকি করার জন্যেই নিযুক্ত থাকবেন এঁরা। একশো দিনের কাজে জব কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ কাজের তদারকির ক্ষেত্রেও তাঁদের কাজে লাগানো হতে পারে।

এখনও পর্যন্ত নবান্ন সূত্রে খবর, আপাতত পাঁচটি এই পদে নিয়োগ করা হতে পারে। উল্লেখ্য, একশো দিনের কাজে গুণমান, প্রকল্পের কাজের বৈশিষ্ট্য, পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা রয়েছে। কাজের গুণমান কম থাকার কারণে এর আগে একাধিক জেলাকে জরিমানা করেছিল কেন্দ্র। কেন্দ্রের একাধিক পর্যবেক্ষক দল রাজ্যে এসে একশো দিনের কাজে পরিদর্শন করে গিয়েছেন। একাধিক ক্ষেত্রে অভিযোগ করেছেন তাঁরা। সেগুলি মিটিয়ে নেওয়ার ব্যাপারে, কাজের উন্নতির ব্যাপারে এই নতুন পদ সৃষ্টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কিছুটা বরফ গলেছে বলেই জানানো হয়েছে। আর্থিক বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার কথাও জানানো হয়েছে। ফলত, যে বকেয়া আটকে রয়েছে, সেটা পাওয়ার ব্যাপারে এক ধাপ হলেও অগ্রগতি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

West Bengal Government : রাজ্যের শীর্ষ আমলাদের সম্পত্তির হিসাবের ভিজিল্যান্সে নয়া নিয়ম জারি, শুরু চর্চা
উল্লেখ্য, একশো দিনের কাজে রাজ্য বিগত বছরগুলিতে অনেকটাই এগিয়ে ছিল বলে জানিয়েছিল কেন্দ্রের রিপোর্ট। সেক্ষেত্রে, আগামী দিনে বকেয়া মিটল যাতে এই প্রকল্পের কাজ আরও ত্বরান্বিত হয়, সে ব্যাপারে নজরদারি করা হবে। পঞ্চায়েত দফতরের এক কর্তা জানান, রাজ্য সরকার এই প্রকল্পের কাজের অগ্রগতির ব্যাপারে ওয়াকিবহাল, সেই কারণে কিছু উচ্চ পদে ইঞ্জিনিয়ার নিয়োগ হচ্ছে তদারকি করার জন্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *