Agriculture In West Bengal : ড্রোন কিনতে টাকা দেবে সরকার, এবার জমিতে কীটনাশক স্প্রে আরও সহজ – agriculture department will give money to farmers to buy drone for spraying pesticides in crop field


কৃষিকাজে নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে নতুন বিপ্লব এসেছে। কৃষিকাজে নিত্যনতুন সামগ্রী ব্যবহারে একদিকে যেমন কৃষকরা কম সময়ে অধিক ফলন ফলাতে পারছেন, সেই রকম আর্থিকভাবেও লাভবান হচ্ছেন। আর এবার কৃষকদের সুবিধার্থে ড্রোনের সাহায্যে জমিতে কীটনাশক ওষুধ স্প্রে করার জন্য পরামর্শ দেওয়া শুরু করল হাওড়া জেলা কৃষি দফতর। সেই লক্ষ্যে বুধবার জগৎবল্লভপুরে এক অনুষ্ঠানে জেলার ৪০ জন কৃষককের সামনে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করে দেখানো হয়।

এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, জেলা কৃষি আধিকারিক রামপ্রসাদ ঘোষ-সহ কৃষি দফতরের আধিকারিকরা। জেলা কৃষি দফতর সূত্রে খবর ধান-সহ অন্যান্য ফসল চাষ করার সময় জমিতে সাপ ও বিষাক্ত পোকামাকড় কামড়ানোর ভয় থাকায় কীটনাশক স্প্রে করার ক্ষেত্রে কৃষকদের সমস্যা দেখা দেয়। আর হাত মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করার বিষয়টিও সময় সাপেক্ষ ব্যাপার। তাই সেইসব কারণেই এবার জেলায় কৃষি জমিতে ড্রোনের সাহায্যে কীটনাশক স্প্রে করার ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জেলার কৃষি আধিকারিক রামপ্রসাদ ঘোষ জানান, হাওড়া জেলার কৃষি ক্ষেত্রে এই প্রথমবার ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করার পদ্ধতি দেখানো হল। তিনি আরও জানান, ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করলে একদিকে খরচ যেরকম কম হবে, অন্যদিকে কম সময়ে ভালোভাবে কীটনাশক স্প্রে করাও সম্ভব হবে।

এই বিষয়ে রামপ্রসাদ ঘোষ জানান ১ একর জমিতে এই কীটনাশক স্প্রে করতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট। তিনি জানান, আগামীদিনে এইভাবে ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করার ব্যপারে কৃষকদের উৎসাহিত করা হবে। এক্ষেত্রে কৃষকেরা নিজেরাও ড্রোন কিনতে না পারলে, কাস্টমার সেন্টার থেকে তা ভাড়াও নিতে পারবেন। তবে কৃষকেরা এই ড্রোন কেনার ব্যাপারে আগ্রহী থাকলে কৃষি দফতরের পক্ষ থেকে ড্রোনের দামের ৫০ শতাংশ বা সর্বোচ্চ সাড়ে ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া যেতে পারে বলেও জানান রামপ্রসাদ ঘোষ।

প্রসঙ্গত, রাজ্যের অর্থনীতির একটা বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। এক্ষেত্রে রাজ্যের মানুষের একটা বৃহদাংশ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাই সরকারও কৃষকদের স্বার্থে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করে থাকে। সেক্ষেত্রে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করলেও কৃষক তথা কৃষির উন্নতি হবে বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *