Best Picnic Spot in West Bengal : মনোরম পরিবেশে দারুণ পিকনিক স্পটের সন্ধান! কী ব্যবস্থা-কী ভাবেন যাবেন? রইল খুঁটিনাটি – best picnic spot at north 24 parganas in gobardanga kankana binadan park


বর্ষ বরণের দিনে কোথায় ঘুরতে যাবেন? নিয়মিত গুগল হাতড়াচ্ছেন, তবু নতুন জায়গার সন্ধান পাওয়া যাচ্ছে না! প্রিয়জনদের সঙ্গে চেনা পরিচিত জায়গার বাইরে নতুন পিকনিক স্পটের জায়গা চাইছেন, তাহলে একবার ঘুরে আসতে পারেন গোবরডাঙারর কঙ্কনা বিনোদন উদ্যানে।

কী রয়েছে সেখানে?

উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙারর কঙ্গনা বিনোদন উদ্যান পিকনিকের জন্য এক আদর্শ স্পট। প্রায় ৩৪ বিঘা জমির উপর সাজিয়ে তোলা হয়েছে এই জায়গা। উদ্যানের মধ্যে ৬০টির বেশি পিকনিক স্পট রয়েছে। প্রতি বছরই অবশ্য শীতের মাঝেই পিকনিক করতে আসেন বহু দূরান্ত থেকে পর্যটকরা। গোবরডাঙা পুরসভার তত্ত্বাবধানে এই উদ্যান অনেকেরই পিকনিক স্পটের তালিকায় উপরের দিকে থাকে।

ছোটদের জন্য দারুণ ব্যবস্থা

ছোটদের জন্য দারুণ ব্যবস্থা

কী ব্যবস্থা এই উদ্যানে?

  • গোটা উদ্যানে মোট ৬০টি পিকনিক স্পট রয়েছে। উদ্যানটি সকাল ৭টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে।
  • উদ্যানের প্রবেশমূল্য ২০ টাকা। এছাড়া আপনি গাড়ি নিয়ে গেলে উদ্যানের ভেতরেই পার্কিং করতে পারবেন। তার জন্য অতিরিক্ত ভাড়া লাগবে।
  • পাঁচিল ঘেরা এই উদ্যানে ছোটদের মনোরঞ্জনের জন্য নানা মডেল, সাজানো বাগান রয়েছে। এছাড়াও রয়েছে দোলনা, স্লিপ, বোটিং-এর ব্যবস্থাও।
বিনোদনের একাধিক আইটেম

বিনোদনের একাধিক আইটেম

পিকনিকের জন্য কী সুবিধা?

  • এখানে দুই ধরনের স্পট ভাড়া পাওয়া যায়। একটির ভাড়া ৬০০ টাকা। আরেক ধরনের স্পটের ভাড়া ৫০০ টাকা। বিদ্যুতের খরচের জন্য আলাদা চার্জ দিতে হয়।
  • উদ্যানের ভেতর পার্কিংয়ের জন্য নেওয়া হয় ৬০ টাকা। বাইক রাখার জন্য নেওয়া হয় ১৫ টাকা।
  • পিকনিক স্পট ছাড়াও এখানে রেস্ট রুম ভাড়া নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে দুই ধরনের রেস্ট রুম রয়েছে। জেনারেল রেস্ট রুমের ভাড়া ৫১০ টাকা। স্পেশাল রেস্ট রুমের ভাড়া ১০১০ টাকা।
জলাশয়ের ধারে মনোরম পরিবেশ

জলাশয়ের ধারে মনোরম পরিবেশ

  • উদ্যানে স্পট ভাড়া করে নিজেরা রান্নাবান্না করে আনন্দ উপভোগ করতে পারেন। জলাশয়ের ধারে মনোরম পরিবেশে সময় কেটে যাবে। শীতের সময় পরিযায়ী পাখিদের চোখেও পড়ে যেতে পারে।
  • নিজেরা বাসনপত্র ব্যবস্থা করতে পারেন। আর তা না হলে উদ্যানের কর্মীদের আগে থেকে জানিয়ে দিতে হবে।
  • আগে থেকে উদ্যানে পিকনিক স্পট ভাড়া করা হয়। সেক্ষেত্রে এই মরশুমে আগে থেকে স্পট ভাড়া করে যাওয়াই ভালো। উদ্যানে গিয়ে স্পট পাওয়াটা একটু দুষ্কর হয়ে যেতে পারে।

কী ভাবে যাবেন?

রেলপথে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে গোবরডাঙা স্টেশন। বারাসত শহর থেকে এটি মাত্র ৩৮ কিমি। স্টেশনে নেমে টোটো ধরে পৌঁছে যেতে পারেন এই উদ্যানে। গাড়ি নিয়ে আসলে হাবড়ার চোংদা মোড় থেকে মছলন্দপুরের দিকে যাওয়ার রাস্তা ধরে পৌঁছে যাবেন এই ঠিকানায়। পিকনিকের মরশুমে প্রায় প্রতিদিন খোলা থাকে পার্ক। স্পট বুকিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন 6296018310 নম্বরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *