Congress News : কংগ্রেসকে লোকসভায় রাজ্যে কয়টি আসন ছাড়বে তৃণমূল? ডালুর মন্তব্যে জোর বিতর্ক – abu hasem khan chowdhury congress mp claims mamata banerjee will leave two seats in lok sabha election 2024


আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে কোন আসনগুলি ছেড়ে দিতে পারে তৃণমূল? ইন্ডিয়া জোটের সমীকরণের কথা মাথায় রেখে এখনও পাকাপাকি সিদ্ধান্ত হয়নি। তবে তাঁর মাঝেই কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী (ডালু) একটি বিবৃতিতে শুরু হয়েছে গুঞ্জন। বহরমপুর এবং মালদা দক্ষিণের কেন্দ্র দুটি তৃণমূল কংগ্রেস ছেড়ে দেবে, এটা নিশ্চিত এমনটাই দাবি করেছেন তিনি।

কিছুই জানেন না অধীর?

কিছুদিন আগেই ইন্ডিয়া জোটের বৈঠকে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয় কংগ্রেস এবং তৃণমূল হাইকমান্ডের। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে আসন সমঝোতার ব্যাপারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হয় বলে জানা গিয়েছে। তবে রাজ্যে কংগ্রেসকে কটি আসন ছাড়া হবে এ ব্যাপারে তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয় নি বলেই দলীয় সূত্রে খবর। যদিও, আসন সমঝোতা ব্যাপারে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এই মন্তব্য সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

সাতটি আসনের দাবি

কংগ্রেস সূত্রে খবর, রাজ্যে মোট সাতটি আসনের জন্য বায়না করবে কংগ্রেস। সাতটি আসনের ব্যাপারে তৃণমূলের গ্রিন সিগন্যাল না পাওয়া গেলে বাম শিবিরের দিকেই ঝুঁকবে কংগ্রেস শিবির। অন্ততপক্ষে অধীরপন্থী শিবির চাইছে সেটাই। রাজ্যে কোনওভাবেই তৃণমূলের সঙ্গে আসন রফা করে এগোতে নারাজ তাঁরা। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূলের পক্ষে সাতটি আসন ছেড়ে দিয়ে রাজ্যে ৩৫টি আসনে লড়াটা সম্ভব নয়। কংগ্রেস দুটি আসন ছাড়া মুর্শিদাবাদ জেলার বাকি দুটি আসন, দার্জিলিং এবং রায়গঞ্জ আসনটি চাইতে পারে। উল্লেখ্য, দার্জিলিং আসনে বিনয় তামাংকে টিকিট দেওয়া হতে পারে।

Arjun Singh: ‘চুনোপুঁটিদের কথার জবাব দিতে নিষেধ করেছেন সুব্রত বক্সি’, দাবি অর্জুনের
তবে তৃণমূল সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে কংগ্রেসকে কয়টি আসন ছাড়া হবে সেটা চূড়ান্ত হয়নি। তৃণমূলের রাজ্য স্তরের এক নেতার কথায়, আমার এই বিষয় এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। কিছুদিনের মধ্যেই লোকসভা নিয়ে রাজ্যের শীর্ষে নেতৃত্বের বৈঠকে সেটা চূড়ান্ত হতে পারে। তবে তৃণমূল যে, দুটির বেশি আসন ছেড়ে দেবে না সেটার সম্ভাবনাই বেশি। কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোটের কথা মাথায় রেখে দুটি আসন ছেড়ে দেওয়া হবে বলেই ধারণা। তবে কংগ্রেস সেই সিদ্ধান্তে সন্তুষ্ট হবে কিনা, হাইকমান্ডের নির্দেশে তৃণমূলের দাবি মেনে নিয়েই প্রদেশ কংগ্রেস সমঝোতার পথে হাঁটবে কিনা, সেটা সময়ই বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *