Howrah Christmas Carnival 2023 : শুরুতেই ছন্দপতন! পুরপ্রধান-মন্ত্রীর মধ্যে মতপার্থক্য, বন্ধ হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল – howrah christmas carnival 2023 programme temporarily closed for parking problem


পার্কিং নিয়ে জোর কোন্দল। তৃণমূলের পুর চেয়ারম্যান এবং বিধায়ক তথা মন্ত্রীর মধ্যে মত পার্থক্যের জেরে বন্ধ করে দেওয়া হল হাওড়ার ক্রিসমাস কার্নিভ্যাল অনুষ্ঠান। নিরাপত্তার খাতিরে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান। হতাশ এলাকার নাগরিকরা।

কী ঘটনা ঘটেছে?

হাওড়ায় প্রথম শুরু হয় ছিল ক্রিসমাস কার্নিভাল। হাওড়া কর্পোরেশনের উদ্যোগে একটি কার্নিভ্যাল কমিটি গঠন করে এই অনুষ্ঠানে আয়জন করা হয়েছিল। হাওড়ার ডুমুরজলাস্থিত ষষ্ঠী-নারায়ণ ইকো পার্ক এই কর্নিভ্যালের আয়োজন করা হয়। অনুষ্ঠান নিয়ে ছিল জোর উদ্যোগ। এমনকি এই অনুষ্ঠানের জন্য থিম সং গাওয়ানো হয় বিখ্যাত সংগীত শিল্পী অরিজিৎ সিংকে দিয়ে। কিন্তু তারপরেও ছন্দ পতন

কী সমস্যা হয়েছে?

শিবপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারি দাবি, ওই পার্কে আগত দর্শকদের জন্য একটি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সেখানে পার্কিং ফি বাবদ ঘণ্টা প্রতি ১০ টাকা করে নেওয়া হচ্ছে। এটা নিয়েই বাধে বিপত্তি। পার্কের এন্ট্রি ফি যেখানে ৫ টাকা, সেখানে কার্নিভাল অনুষ্ঠানের জন্য এত টাকা কেন নেওয়া হচ্ছে, এই নিয়ে আপত্তি করেন অনেকেই। বিষয়টি নিয়ে আপত্তি করেন অনেকেই। বিষয়টি কানে যায় মনোজ তিওয়ারির। এরপরেই তাঁর অনুগামীরা এসে অনুষ্ঠানে বিষয়টি নিয়ে ঝামেলা করেন বলে অভিযোগ। ঝামেলার জেরে বন্ধ করে দেয়া হল ক্রিসমাস কার্নিভাল। বেশ কিছুক্ষণ আটকে রাখা হয় হাওড়া কর্পোরেশনের চেয়ারম্যান সুজয় চক্রবর্তীকেও।

কী বলছেন চেয়ারম্যান?

হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্ত্তী বলেন, ‘এখানে পার্কিং নিয়ে কোনও সমস্যা নেই। যদিও কোনও সমস্যা হয়ে থাকে, সেটা আমরা বসে আলোচনা করে মিটিয়ে নিতে পারি। তবে আপাতত যেহেতু একটু সমস্যা হয়েছ, সেই কারণে এই অনুষ্ঠান বন্ধ রাখা হচ্ছে।’

Arijit Singh Song : হাওড়ায় ক্রিসমাস কার্নিভালের থিম সংয়ে ‘মিডাস টাচ’, কত টাকা নিলেন অরিজিৎ সিং?
উল্লেখ্য, এই কার্নিভাল অনুষ্ঠানের জন্য একটি এজেন্সির তরফে যোগাযোগ করা হয়েছিল গায়ক অরিজিৎ সিং এর সঙ্গে। তাঁকে একটি গান গেয়ে দেওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছিল। তিনি অবশেষে রাজি হন। স্বাভাবিক ভাবেই, এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে। প্রচুর মানুষ এই কার্নিভাল অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহী ছিলেন। তবে বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা হতাশ সকলেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *