Kunal Ghosh On Rajeev Kumar : ‘কারও নির্দেশে আমার মতো নির্দোষের জীবন নষ্ট করবেন না’, রাজীব কামব্যাকে বিস্ফোরক কুণাল – kunal ghosh tmc leader controversial comment after rajeev kumar announced as new director general of west bengal police


রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন রাজীব কুমার। কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে ডিজি করার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা। তবে তাঁর ডিজিপি হওয়ার পরেই মুখ খুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। রাজীব কুমার কমিশনার থাকাকালীন সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। এদিন কিছুটা তির্যক পূর্ণ মন্তব্য করতে দেখা যায় তাঁকে।

কী জানালেন কুণাল?

রাজীব কুমারের ডিজিপি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই কুণাল নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘উনি দক্ষ অফিসার। মাঝখানে ওঁর সঙ্গে তীব্র বিরোধ ছিল। কালীপুজোর দিন CM-এর বাড়িতে বহুদিন পর দেখা ও সৌজন্যবিনিময় হয়। রাজীব, আপনাকে শুভেচ্ছা। তবে কখনও কারুর কথা শুনে আমার মত কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না। এসব ভগবান ক্ষমা করেন না।’

ইঙ্গিতপূর্ণ মন্তব্য

কুণাল এদিন বলেন, ‘ আমার সঙ্গে কিছু কারণবশত ওঁর দূরত্ব তৈরি হুয়ে যায়। উনি ডিজি পদে এসেছেন অত্যন্ত ভালো খবর। উনি একজন দক্ষ আইপিএস। উনি ভালো থাকুন।’ পাশাপাশি, কোনও নির্দোষকে যেন ফাঁসানো না হয়, সেই ইঙ্গিত দেন কুণাল। সেক্ষেত্রে অতীত পর্বের ইতিহাস মনে করিয়ে দিতেই এই কথার উল্লেখ বলেই মনে করছেন অনেকে।

Rajeev Kumar : লোকসভার আগে বড় সিদ্ধান্ত, রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার
কয়েকদিনের মধ্যেই কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে রাজ্যের বর্তমান ডিজিপি মনোজ মালব্যর। তাঁর জায়গায় নতুন কে দায়িত্বে আসবেন, তা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। তবে, রাজ্যের কোনও সিনিয়র আইপিএস অফিসারকে নিয়োগ করা হবে বলে ধারণা করা হয়েছিল। নতুন ডিজিপি নিয়োগ হলে উত্তরপ্রদেশের দেখানো পথেই হাঁটতে চলেছে বাংলা। ডিজিপি হিসেবে দু’টি নাম ঘোরাফেরা করছে, প্রথম জন রাজেশ কুমার। জল্পনা তৈরি হয় কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে নিয়ে। শেষমেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব কুমারকে ফের এই পদে ফিরিয়ে আনা হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *