কী জানা গেল কলকাতা পুলিশ সূত্রে?
মা ফ্লাইওভারের সমস্যা সমাধানে এবার উদ্যোগী হল লালবাজার। কলকাতা পুলিশ সূত্রে খবর, মা ফ্লাইওভারে মোতায়েন করা হবে ১০ জন পুলিশকর্মীকে। লালবাজার সূত্রে খবর, প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই ফ্লাইওভারে সর্বত্র সিসিটিভি ক্যামেরা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও মা উড়ালপুলে দুর্ঘটনা বা যানজটের সমস্যা দূর করা যাচ্ছে না। সেই কারণেই এই ১০ জন পুলিশকর্মীকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশকর্মীদের জন্য মা ফ্লাইওভারের বিভিন্ন অংশে একাধিক কিয়স্ক তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। দিনের ব্যস্ত সময়ে পুলিশকর্মীরা যানবাহনের উপর নজরদারি চালাবেন বলে জানা গিয়েছে। কলকাতা পুলিশের আশা এই এর ফলে মা ফ্লাইওভারে যানবাহন চলাচলে অনেকটা সুবিধা হবে। বেপরোয়া গাড়িও নিয়ন্ত্রণ করা যাবে বলে মনে করছে লালবাজার।
কী বলছে সাধারণ মানুষ?
কলকাতা পুলিশের এই সিদ্ধান্তে খুশি সাধারণ মানুষ থেকে শুরু করে গাড়িচালকরা। অভিষেক মাঝি নামে এক বাইক ক্যাব যাত্রী বলেন, ‘আমি অফিস থেকে মূলত বাইক ক্যাবে বাড়ি ফিরি। প্রতিদিনই মা ফ্লাইওভার দিয়ে বাড়ি ফিরতে হয়। কখনও কখনও ফ্লাইওভারে যানবাহনের বেপরোয়া গতি দেখে কখনও কখনও সত্যি ভয় লাগে। সেখানে পুলিশ যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে তবে সেটা ভাল। বেপরোয়া গাড়ি চালকদের মধ্যে অন্তত পুলিশের প্রতি ভয়টা থাকবে।’
অ্যাপ ক্যাব চালক পাপ্পু যাদবের মতে, ‘আমাদের হামেশাই মা ফ্লাইওভার দিয়ে যাতায়াত করে হয়। যানজটের সমস্যা তো রয়েছে। এতে একদিকে যেমন যাত্রী বিরক্ত হন, তেমন আমাদের বাড়তি তেল পোড়ে। অন্য গাড়ির গতির কারণে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। সেই কারণে মা ফ্লাইওভারে পুলিশের নজরদারি থাকলে এটা সবার জন্যই ভাল হবে। অন্তত গাড়ি চালকদের মনে ভয় তো থাকবে পুলিশের কাছে ধরা পড়ার। ভাল উদ্যোগ।’